কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘিরপাড় গ্রামের 'মুজিব বাহিনী'র তৎকালীন একজন মুক্তিযোদ্ধার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। রচনার শুরুই নিজেকে 'ছাত্রলীগ-মনা' হিসেবে পরিচয় দিয়ে। গোটা বইয়েই ঘটনার অত্যুক্তি, উপমার অত্যুক্তি। মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ বর্ণনা পাওয়া যাবে না বইটিতে। কেবলমাত্র কিশোরগঞ্জ, বাজিতপুর, নিকলি, হাওড়াঞ্চলে ব্যক্তিগতভাবে যাবার সুবাদে জায়গাগুলো পরিচিত বিধায় বেশ জোর করে শেষ করা লাগল। কারো হাতে অনেক সময় থাকলে পড়তে পারেন।
কী-ওয়ার্ডঃ 'লীগ', 'তাস', 'আড্ডা', 'টি-স্টল'