রম্য উপন্যাস। উপন্যাসে উঠে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর্কিমিডিস, বিজ্ঞানী হ্যালিসহ খলিলের বাবা, মা, কাছের বন্ধুরা। আগাগোড়া আলাবোলা খলিল জীবনের খণ্ডখণ্ড কাহিনীগুলোকে এক সূতোতে বাঁধা হয়েছে উপন্যাসে... মজার ছিল বইটা, কিছু ক্ষেত্রে মনে হয়েছে হালকা মেজাজ থেকে বইটা কিঞ্চিত কঠিনের দিকে। সাইন্সের স্টুডেন্ট ছিলাম আমি, তাও কিছু ক্ষেত্রে বুঝতে ভালোই বেগ পাওয়া গিয়েছে। বানানের দিকে সামান্য মনযোগ দেয়া উচিৎ। আর কিছু ক্ষেত্রে বইটার ভাষা ফেসবুকীয় ভাষা দেখা গিয়েছে... ব্যাপারটা পজিটিভ ভাবে নিবো না নেগেটিভলি নিবো, সেটা নিয়ে আমি ভেবেছি কিছুটা। তখন মনে হলো, 'গালি' যেই জিনিসটা, এটা কি নর্মাল না আমাদের জন্যে? সাহিত্যেও সচরাচর আলাপ চারিতায় উঠে আসে কুৎসিত সব গালি, তাই বলে কি গালিটা কি গ্রহণযোগ্য বা ব্যবহৃত হয় না আমাদের জীবনে ?
যেমনটা, মোস্তফা সারাওয়ার ফারুকী এবং তার ভাই ব্রাদাররা আমাদের দৈন্যন্দিন জীবনের ভাষাটা তার নাটকে বা বিজ্ঞাপনে আনা শুরু করে ছিলেন, এক শ্রেণীর বুদ্ধিজীবী 'গেলো গেলো' রব তুলেছিল... কিন্তু যেকোন ব্যাপারই তো আর একটা দিক দিয়ে দেখা ঠিক না, অন্যচোখেও তো দেখা যায় যেকোন কিছুকেই, দোষ কি ?
সামনে খলিল সিরিজের আরো মজাদার কিছু লেখা পাবো, এই আশা রইলো ...