জন্ম: ১ ডিসেম্বর, ১৯৩২ | কলকাতায় | একটি শিক্ষক পরিবারে ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু | ' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা বিদেশী গোয়েন্দাকাহিনীকে পরিবেশন করেন বাংলায় | বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ - প্রায় সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি | ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য'র ছদ্দনামী সম্পাদক | এবং সম্পাদনা করেন 'ফ্যান্টাস্টিক' | সত্যজিত রায়ের সভাপতিত্বে প্রথম 'সায়ান্স ফিকশন সিনে ক্লাব' এর প্রতিষ্ঠাতা সম্পাদক | পত্রিকা, রেডিও, ফিল্মক্লাবের মাধুঅমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন | একাধিক পুরস্কার | কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দু-বছর 'দক্ষিণীবার্তা'র শ্রেষ্ঠগল্প পুরস্কার | অনুবাদের ক্ষেত্রে 'সুধীন্দ্রনাথ রাহা'-পুরস্কার | ভালবাসেন: বই | গানবাজনা | দেশভ্রমণ
কুড়িটি গতিময়, প্যাঁচালো এবং প্রাপ্তবয়স্ক পাঠকের জন্যই রচিত রহস্য, রোমাঞ্চ, এমনকি কল্পবিজ্ঞান বিষয়ক গল্পের এই সংকলনটি হুশ করে পড়ে ফেললাম। এদের অধিকাংশের নায়ক ইন্দ্রনাথ রুদ্র। এছাড়াও আছেন প্রনাবচ-দীননাথ জুটি এবং মডেস্টি ব্লেজের বঙ্গীয় সংস্করণ গোয়েন্দানি নারায়ণী। গল্পগুলো শুধু যে বিদেশি ক্রাইম ফিকশনের ধাঁচ মেনে লেখা হয়েছে তাই নয়। এদের আকার-প্রকার-পরিণতি সবই ক্রাইম অ্যান্থলজিতে পঠিত নামি ও অনামি চিত্তাকর্ষক আখ্যানের দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আর ঠিক সেই জন্যই গল্পের শেষে এমন কিচ্ছু পড়ে থাকে না যা দিয়ে ব্যোমকেশ ও ফেলুদার অনুরাগী কোনো পাঠক এদের মনে রাখতে পারে। দুঃখ হয় এই জন্যই, যেহেতু একটু সময় আর যত্ন নিয়ে লিখলে এই গল্পগুলো অবিস্মরণীয় "বাঙালি" ক্রাইম কেপার হয়ে উঠতে পারত। হাতে পেলে পড়ে ফেলুন।