কল্পবিশ্ব পত্রিকা তার পথচলা শুরুর প্রথম দিন থেকেই যে বিষয়বৈচিত্র্য ও গুণমানে কতখানি সমৃদ্ধ ছিল, তার একটি চমৎকার উদাহরণ হল এই সংকলন। এর বিষয়বস্তুর বর্গীকরণ করলেই ব্যাপারটা স্পষ্ট হয়। সেটি হল~ ক) তিনটি অসাধারণ নন-ফিকশন; খ) চারটি বিশ্ববিখ্যাত কাহিনির সুললিত বঙ্গীকরণ; গ) কল্পবিশ্ব-র নানা ইভেন্টে সংগৃহীত বিবিধ মণিমুক্তো; ঘ) দশটি মৌলিক গল্প। বাংলায় কল্পকাহিনি চর্চার একটি অনুপম প্রতিনিধি হিসেবে কাজ করেছে আলোচ্য বইটি। উৎকৃষ্ট মুদ্রণ ও লে-আউট বুঝিয়ে দিয়েছে, কনটেন্ট রচনার পাশাপাশি পরিবেশনেও কল্পবিশ্ব আপোষহীন। সব মিলিয়ে তাই এই বই স্পেকুলেটিভ ফিকশনের অনুরাগীদের জন্য এক চমৎকার উপহার। সুযোগ পেলেই পড়ে ফেলুন।
দুর্দান্ত লেগেছে... জনপ্রিয় লেখক লেখিকাদের তো কথাই নেই; কিন্তু যারা নতুন লিখছেন, তাদেরও চিন্তা ভাবনার এবং লেখনী শক্তির তারিফ করতেই হয়। সুখপাঠ্য হিসাবে এমন কল্পবিজ্ঞানের আরও বই কল্পবিশ্ব নিয়ে আসুক - এই কামনাই করি...