শশধর প্রকাশনীর অফিস থেকে এই লম্বা-চওড়া অথচ পাতলা বইটা যখন কিনেছিলাম, তখনও লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় নবকলেবরে আমাদের কাছে ফিরে আসেননি। সেই সময় তাঁর ভারি চমৎকার ভয়ের তথা রোমাঞ্চকর গল্পগুলো পাওয়া যেত না। তাদের মধ্যে বেশ কয়েকটি লেখা এই বইয়ে সংকলিত হয়েছে। প্রোডাকশন কোয়ালিটি ভালো নয়। তবু সাময়িকভাবে সময় কাটানো তথা ছোটোবেলায় 'কিশোর ভারতী' আর দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত পূজাবার্ষিকীতে পড়া গল্পগুলোর স্মৃতি এরা ভালোভাবেই মনে করিয়ে দেয়। ভালো লাগল।
'গোয়েন্দা ও প্রেতাত্মা' এবং 'সামন্ত বাড়ি' গল্পদুটোতে ভৌতিক কোনো বিষয় নেই। এগুলো ভৌতিক অমনিবাসে যুক্ত হওয়ার কারণ বুঝলাম না। বাকি গল্পগুলো পড়তে ভালোই লেগেছে।