...তাড়া করছে ওরা আমাকে। যে-খুন আমি করিনি, তার দায় আমার ঘাড়ে চাপিয়ে খুঁজছে ওরা। ধরতে পারলে ঝুলিয়ে দেবে ফাঁসিকাঠে। এই বিপদে ছোট্ট এক কিশোরের ওপর ভরসা করছি আমি। ও কি পারবে আমাকে বাঁচাতে?
...যেভাবেই হোক, আউট-ল জ্যাক বেলকে ইউমা-গামী তিনটার ট্রেনে তুলে দেবে বলে পণ করেছে ডেপুটি মার্শাল পল ইভানস্। কিন্তু চাইলেই কি সব হয়, না হয়েছে কখনও?
...ওয়াটারহোল নিয়ে লড়াইরত দুই র্যাঞ্চারের মাঝখানে আচমকা ল্যাণ্ড করল একটা ফ্লাইং সসার! কিন্তু কেন? কী চায় ওটার আরোহী?
...পরিত্যক্ত এক মাইনিং ক্যাম্পে, তুমুল তুষারঝড়ের মাঝে আটকা পড়েছে বৈরী তিন আউটফিটের তিন দল রাইডার ও একটি মেয়ে। খুন হয়েছে একজন। খুনি লুকিয়ে আছে ওদেরই মাঝে। কিন্তু কে সে? এমনই বিচিত্র স্বাদের দশটি কাহিনি নিয়ে এ-বই।