একটা দেশ চাই
প্রফুল্ল রায়
পত্রভারতী
দামঃ১২০ টাকা
"মেহেরবানি করকে একঠো দেশ দিজিয়ে- "
সত্তরোর্ধ বৃদ্ধ কলিমুদ্দিনের সারা জীবনের শুধু একটাই চাওয়া- ধন নয়, মান নয়, শুধুই একটা দেশ চাই তার। চাই একটা দেশের বৈধ নাগরিকত্ব। সেই নাগরিকত্বের খোঁজেই সারাজীবন ধরে বার বার ছিন্নমূল হয়েছেন মানুষটি। ভারত স্বাধীন হবার পর সংখ্যালঘু হয়ে পূর্ব পাকিস্তান, আবার স্বাধীন বাংলাদেশ থেকে সংখ্যালঘু মুসলিম বিহারী হয়ে প্রাণের দায়ে অনুপ্রবেশকারী রূপে কাঁটাতার পেরিয়ে ভাসতে ভাসতে শেষ পর্যন্ত আরব সাগরের তীরে। এরপর চাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ। ভোটার কার্ড , রেশন কার্ড যোগাড় করার যমযন্ত্রণা একদা সম্ভ্রান্ত পরিবারগুলিকে টেনে নামিয়ে আনে নরকসম 'ঝোপড়ি'তে। বুকচাপা ব্যথার মর্মস্পর্শী কাহিনীর শেষ হয় ভয়ানক এক ট্রাজেডির সাথে। প্রছন্ন এক ব্যঙ্গও যেন লুকিয়ে থাকে শেষ পরতে।
এই উপন্যাস ভাবতে বাধ্য করে সেই সমস্ত মানুষদের কথা যারা সারাজীবন পায়ের নীচে একটুকরো জমি খুঁজে চলেছে। কাঁটাতারের কৃত্রিমতা যে যুগ যুগ ধরে কত গ্যালন রক্ত ঝরিয়েছে তার হিসাব কেই বা রাখে! !