মানুষের পূর্বপুরুষ কে? ডারউইনের তত্ত্ব ভুল প্রমাণ করতে দৈত্যের গুহায় চলল তিন গােয়েন্দা। গুজব আছে, মানুষখেকো দৈত্য বাস করে ডেথ সিটির ওই ভয়ঙ্কর গুহায়। গুহায় আটকা পড়ল কিশাের, রােডা ও কারিনা। পথ জানে শুধু ভবঘুরে টম। কিন্তু কোথায় পাওয়া যাবে ওকে? দিশেহারা হয়ে পড়ল মুসা ও রবিন। চিরশত্রু সেই প্রতিভাবান বিজ্ঞানী ডক্টর মুনের গন্ধ পাচ্ছে কিশোর।
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।