অদ্ভুত কিংবদন্তী! ইনডিয়ানরা বলে হ্যালােউইনের রাতে পূর্ণিমার চাঁদের দিকে মুখ তুলে তাকালে নাকি ভয়ঙ্কর এক অসুখে ভােগে মানুষ। অর্ধেক দেহ নেকড়েবাঘে রূপান্তরিত হয়। ভয়ে শিউরে উঠল মুসা। রবিন গম্ভীর। মুচকি হাসল কিশাের। কে বিশ্বাস করে এ সব কুসংস্কার! অবজ্ঞাভরে চাঁদের দিকে মুখ তুলে তাকাল সে। খেসারত যা দিতে হলাে, মনে রাখবে চিরকাল।
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।