পাঠকের মধ্যে যেমন রোমাঞ্চকর শিহরণ জাগাবে, একই সঙ্গে নান্দনিক তৃপ্তিও দেবে। তরতরে গল্প আর জমজমাট রহস্যের অভিনব সংমিশ্রণ। অন্যান্য বিখ্যাত গোয়েন্দা জুটির পাশাপাশি অচিরেই স্থান করে নিতে চলেছে লালবাজারের ক্রাইম দফতরের বুদ্ধিদীপ্ত ইনস্পেক্টর রাজীব মিত্র এবং প্রাইভেট গোয়েন্দা-জুটি সুগত ও তিলোত্তমা। প্রেম, যৌনতা, রহস্য, হত্যা, রক্তপাত ও ধারালো বুদ্ধির এক নিপুণ সমাহার লক্ষ করা যাবে এই থ্রিলার অমনিবাসে। পরার পরে পাঠকের মনে হবে-রহস্য সাহিত্যে একজন বাঙালি জেফ্রি আর্চারের আবির্ভাব