সিকদার আমিনুল হকের জন্ম ১৯৪২ সালের ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে। তাঁর শৈশব কেটেছে কলকাতায়। ঢাকার জগন্নাথ কলেজ থেকে ১৯৬৫ সালে তিনি বিএ পাশ করেন। দেশী-বিদেশী বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সিকদার আমিনুল হক চাকরি করেছেন। সাপ্তাহিক বিপ্লব পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া ষাটের দশকের সাড়া জাগানো সাপ্তাহিক পত্রিকা 'স্বাক্ষর'-এর অন্যতম প্রতিষ্ঠা সম্পাদক ছিলেন। ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে মরণোত্তর একুশে পদক প্রদান করে। এর আগে ১৯৯৪ সালে পান বাংলা একাডেমি পুরস্কার।