বই টি শুধু পড়ে শেষ করার জন্য নয় বরং সব সময় কাছে রেখে সব সময় পড়ার জন্য।এই বই টি না পড়লেও কিনে অন্তত নিজের কাছে রাখা উচিৎ যাতে প্রয়োজনের সময় কোন সমস্যার সমাধান পাওয়া যায়।
ইসলামের মৌলিক প্রায় সকল বিষয়ের আলোচনা একত্রে এই বইতে সন্নিবেশিত হয়েছে। তাই বইয়ের পৃষ্ঠাসংখ্যা ৭০০'র কাছাকাছি পৌঁছেছে।
এখানে আপনি ঈমান, নামায, রোজা, হজ্জ, যাকাত, কুরবানিসহ দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন প্রায় সব রকম ফরয, সুন্নত এবং নফল ইবাদাতের নিয়ম-নীতি, আদব-কায়দা এবং আচার-অনুষ্ঠানের পালন পদ্ধতি পেয়ে যাবেন। উপরোল্লিখিত সকল বিষয়ের ওপর আলাদা আলাদা বইপুস্তক রচনা করা সম্ভব। তাই এখানে সব বিষয়ের বিশদ আলোচনা আশা করা যাবে না। প্রাথমিক এবং দরকারি অংশগুলোই পড়তে পারবেন।
বইটার ভাষা ব্যবহার মোটামুটি ধরণের; বলা যায়, 'সবাই বুঝবে' এরকম। তবে যারা ইসলামি জ্ঞান অর্জনের একেবারে শুরুর পর্যায়ে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেনো এর চেয়ে ছোটো কোনো বই দিয়ে শুরু করেন। নাহলে ধৈর্যহারা হয়ে পড়তে পারেন।
তাছাড়া এই বইতে কিছুকিছু মাসআলা এমন রয়েছে যেগুলো বিতর্কিত। এগুলোর পার্থক্য বুঝে ইসলামের হুকুম-আহকাম মেনে চলতে অনেকেই সমস্যায় পড়তে পারেন। তবে যারা বইটি পড়তে আগ্রহী এবং প'ড়ে কোনো বিষয়ে আমল করার ব্যাপারে সন্দিহান থাকেন, তারা নির্ভরযোগ্য কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন। আর নিজে যাচাই-বাছাই করার যোগ্যতা অর্জন করতে পারলে সেটা আরো মঙ্গলজনক।
সবক্ষেত্রে কুরআন এবং হাদিসের রেফারেন্স না থাকলেও অনেক বই থেকে কিছুকিছু গুরুত্বপূর্ণ অংশ এই বইতে তুলে ধরা হয়েছে; যা আমার কাছে ভালো লেগেছে।
ইসলাম অনুসারে সারাজীবন চলার জন্য পুরো গাইড লাইন রয়েছে #আহকামে_জিন্দেগী বইতে।
বইটি লিখেছেন--> মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন।
ইসলামের আকীদা (বিশ্বাস) হতে শুরু করে সন্তানের আকীকা, ব্যবসা-চাকরি, বিবাহ এমনকি মৃত্যু পর্যন্ত সব বিষয় আলোচনা করা হয়েছে।
এই বইতে মানুষের আদর্শের প্রতি অনেক জোর দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনে মোবাইলে কথা বলার আদব হতে শুরু করে আমাদের প্রতিদিনের কাজকর্মের আদব সম্পর্কে লিখা হয়েছে।
এতে আমাদের জনপ্রিয় খেলাধুলা ও গানবাজনা কিংবা দোকানে সাউন্ডবক্স বিক্রি করার মধ্যে কোনটি শরিয়ত সম্মত আবার কোনটি সম্মত নয় তাও বর্ণনা করা হয়েছে।
মোট কথা ইসলামী শরিয়ত মোতাবেক আপনি চলার জন্য যা জানা প্রয়োজন তার প্রায় ৯৫ ভাগই অন্তর্ভুক্ত রয়েছে এই বইতে। বাকি ৫% আপনার জন্য রেখে দিলাম...😊
ইসলামি জীবন ব্যবস্থা নিয়ে পূর্নাঙ্গ একটি বই। আকিদা থেকে শুরু করে সকল ইবাদত, ব্যক্তিগত পারিবারিক জীবন ইসলামের আলোকে কিভাবে সুন্দর করে গড়ে তুলা যায় তার একটি সুন্দর গাইডলাইন বইটি।