বইয়ের লেখিকা রাইফেলস পাবলিক কলেজে আমার সরাসরি বাংলা শিক্ষিকা ছিলেন। অদ্ভুত সুন্দর বলে যদি কিছু থাকে তাহলে এই বইয়ের দশটি গল্পকে সেটা বলা যাবে কোনরকম সঙ্কোচ ছাড়াই। বইয়ের পরিধি খুব ছোট হলেও অনেক সময় নিয়ে আস্তে আস্তে পড়ে শেষ করলাম। একেকটা গল্প শেষ করে কেমন যেন একটু ঘোরের মধ্যে চলে যেতাম। প্রতিটা গল্পেই ম্যাডাম নিজের মুন্সীয়ানার সাক্ষর রেখে গেছেন। লেখার স্টাইল চমৎকার, ব্যতিক্রমী প্লট, সহজবোধ্যতা সবকিছুরই যেন উপস্থিত ছিল একদম সমানে সমানে। সবাইকে অবশ্যই পড়ে দেখতে বলব।
এই বইয়ের ১০ টি গল্পে উঠে এসেছে মানবিকতা, যৌনতা, বীরাঙ্গনাদের সামাজিক অবমূল্যায়ন, গ্রামীণ কুসংস্কার, স্মৃতিকাতরতা এবং ভালোবাসা নামক মানবীয় ও অমানবীয় আবেগের বর্ণনা। পেশাগত জীবনে বাংলার শিক্ষিকা বলেই, গল্পের বুনট ও গল্পকথন ভঙ্গি, অনন্য ও অসাধারণ। একটি সুপাঠ্য বই। আমি ৩ স্টার দিয়েছে, কারণ অতীত অভিজ্ঞতার কারণেই, আমি জানি, উনি এর থেকেও ভালো লিখতে পারেন।