Buddhadeva Bose (also spelt Buddhadeb Bosu) (Bengali: বুদ্ধদেব বসু) was a major Bengali writer of the 20th century. Frequently referred to as a poet, he was a versatile writer who wrote novels, short stories, plays and essays in addition to poetry. He was an influential critic and editor of his time. He is recognized as one of the five poets who moved to introduce modernity into Bengali poetry. It has been said that since Tagore, perhaps, there has been no greater talent in Bengali literature. His wife Protiva Bose was also a writer.
Buddhadeva Bose received the Sahitya Akademi Award in 1967 for his verse play Tapaswi O Tarangini, received the Rabindra Puraskar in 1974 for Swagato Biday(poetry) and was honoured with a Padma Bhushan in 1970.
অসাধারণ ১৯ টি ছোটগল্পের সংকলন। বিংশ শতাব্দীর শুরুর দিকে লেখা হলেও এখনও পড়ার মত। নিম্নলিখিত গল্প গুলি এই সংকলনের অন্তর্ভুক্ত -
জ্বর প্রশ্ন চোর! চোর! বিরুপাক্ষ দেবের কাহিনী তুলসী গন্ধ রাধারানীর নিজের বাড়ি ফেরিওয়ালা সুপ্রতিম মিত্র অবছায়া অসমাপ্ত গল্প একটি কি দুটি পাখি মা, বোন, ভাই জয়জয়ন্তী একটি লাল গোলাপ দুই মা প্রথমা একটি জীবন তুমি কেমন আছো অনুদ্ধারণীয়
ছোটগল্পে সাধারণত প্রধান দুই একটা চরিত্র ঘোরাঘুরি করে তার মধ্যে যদি একটা চরিত্র সম্ভাব্য ঘটনায় তার অংশ গ্রহণ কিংবা তার ক্রিয়ার প্রতিক্রিয়া এসব নিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভোগে তবে সেই ছোট গল্প অসামান্য হয়ে ওঠে। এই বইয়ের প্রত্যেকটা গল্পরই একেকটা নিজস্ব দিক আছে। কোন গল্প বেদনাকে ছুঁয়েছে কোনটা বা ছুঁয়েছে স্মৃতিকাতরতা কিংবা নিজের অস্তিত্ব হীনতা। সবমিলিয়ে বই টা অনেক সুন্দর । বাংলা ছোটগল্পে বুদ্ধদেব বসু অবশ্যপাঠ্য।
এধরনের রিমার্কেবল উপমা আর বর্ণনার এতটা রিলেটেবল ডিটেইলিং, আগে খুব বেশি পড়িনি। একদম তুচ্ছ ব্যাপার, ভাইরাল ইনফ্লুয়েঞ্জা, তার যে মনোজগতের বর্ণনা দিয়েছেন, মিল পেয়ে অবাক হতে হয়। গল্পগুলো মানব মনের বিভিন্ন আবেগ আর আবেগঘটিত হাহাকার বা শুন্যতা নিয়ে, পড়তে প্রায় সময়ই চমকে উঠতে হয় উপমার অদ্ভুত কিন্তু দারুণ প্রয়োগে।