কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের কাল্পনিক চরিত্র হলেও মনে হয় যেনো জীবন্ত, পড়তে পড়তে তাকে যেনো বাস্তব চরিত্র বলেই মনে হতে থাকে। উনার একটা পা নেই বললেই চলে, তাও শুধু মনের জোরে কত অসম্ভবকে তিনি সম্ভব করেছেন, জাস্ট জিনিয়াস। আর সন্তু সেও বেশ সাহসী ছেলে। জোজো চরিত্রটিকে আমি তেমন একটা পছন্দ করি না। দ্বিতীয় সমগ্র বইটিতে মোট ৬টি গল্প আছে, নাম গুলো দেবার প্রয়োজনবোধ করছি না,সেটা বুক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর প্রতিটা গল্পের আলাদা আলাদা রিভিউ দিয়েছি, তাই এখানে বেশি কিছু বললাম না, তবে ৬ টার মধ্যে মাত্র তিনটে পার্সোনালি আমার ভালো লেগেছে।এই অ্যাডভেঞ্চার গল্পগুলো প্রধানত কিশোরদের জন্য লেখা হলেও বড় ছোট সকলেরই ভালো লাগবে।