আফজাল হোসেনের "হিমঘর" পড়ে শেষ করলাম। খুব একটা ভালো না, তবে "গুহামানবীর" চেয়ে অনেক ভালো ছিল এটা। হরর এলিমেন্ট গুলা মোটামুটি ভালোই দেওয়ার চেষ্টা করেছেন। আর কিছু কিছু জায়গায় অজাচিত বর্ণনা বেশ বিরক্তির উদ্রেক ঘটিয়েছে। কিন্তু, এটা তো অতিপ্রাকৃত উপন্যাস না সাই-ফাই উপন্যাস। প্রথম থেকে পড়ে লাস্টে ধাক্কা খেয়েছি এই কারনে! :/
যতটা ভেবেছিলাম ততটা ভাল লাগে নি। বিশেষ করে শেষ টা। যেখানে শেষ করা উচিৎ ছিল লেখক তার থেকেও বেশি লিখেছেন এবং যে অল্প ভাল লাগা কাজ করছিল সেটাও নষ্ট করে দিয়েছেন