দুনিয়া জুড়ে রসমণ্ডিত কৌতুক গল্পের যে অফুরান ভাণ্ডার তার থেকে বাছাই করে 'রঙ্গ-ব্যাঙ্গ' এর ডালি সাজানো হয়েছে। কেবলি যে রসে টইটম্বুর বিভিন্ন কাহিনী বেছে নেয়া হয়েছে তা নয়, ভাষা ও কথনভঙ্গির এমন এক ভিয়েন তাতে যোগ হয়েছে, যে রঙ্গ-ব্যাঙ্গ হয়ে উঠেছে নির্মল হাস্যরস সঞ্চারের অনিঃশেষ আধার। ফিরে ফিরে পড়া যাবে এসব রসকাহিনী, অপরকে শুনিয়ে মাত করা যাবে আসর, সর্বোপরি হাসির ছলেই পাঠক যেন দেখতে পাবেন জীবনের অনেক গভীর বাস্তবতার ছবি।