শাহাদুজ্জামানের একটা সাহিত্য আড্ডাতে বেশ কিছুদিন আগে গিয়েছিলাম। তখন অদ্ভুত সব প্রশ্ন করেছিল 'পাঠকরা' । আমি যার অনেকগুলোর উত্তর উনার বইতেই অনেক আগেই পেয়েছিলাম। আমার ব্যাপারটা হলো, একজন লেখক যখন পড়ি, আর সব বই পড়া চাই, কোন বাছবিচার ছাড়াই। তো এই বইটাতেও সেই প্রশ্নগুলোর অনেকগুলো ছিল।
কথা হচ্ছে, একজন লেখককে প্রশ্ন করলাম, কিন্তু তার কিছুই পড়া নাই আমার, তাকে বড় লেখক বলে দিচ্ছি( অবশ্যই উনি শক্তিমান লেখক) ,তবুও 'একজন কমলালেবু' আর 'ক্রাচের কর্নেল' পড়লেই সব পড়া হয়ে যায়!?
একজন মানুষকে তার প্রশ্নের ধরন দেখেই কেমন জাতের মানুষ, আন্তাজ করা হয়-- কথাটা মিথ্যে হয়।
বই প্রতিক্রিয়াঃ প্রিয় বিষয়, প্রবন্ধ, ছিল সাক্ষাৎকার। সব মিলিয়ে অনেক উপভোগ্য! ভাল লেগেছে!