বাংলায় ভূতের বা ভয়ের গল্প আজ অবধি কত লেখা হয়েছে, তার কোন হিসেব নেই| কিন্তু সম্পাদকেরা যখন এই বিষয় নিয়ে সংকলন বানাতে বসেন, তখন ঘুরেফিরে শ’দেড়েক গল্পের মধ্যেই বইগুলো আটকে থাকে, তাও আবার বেশির ভাগ গল্পের বিষয় হল বাঁশবন, পোড়ো বাড়ি, কবরখানা, আর গ্রামের বাড়ি যাওয়ার পথে দেখা/শোনা/হওয়া ব্যাপার-স্যাপার| মুশকিল এখানেই যে সেই বাংলা গায়েব হয়ে গেছে (অন্তত এপারে), আর লৌকিক ভয়গুলো এত প্রবল ভাবে আমাদের ঘাড়ে চেপেছে যে তার কাছে ভূত-টুত নস্যি| কিন্তু তবু আমরা ‘বই-পড়া’ ভয় পেতে চাই, ফলে সেই অবসলিট পরিবেশ ও ভূতের গল্পের বই-ই, জটায়ুর ভাষায়, “সেলিং লাইক হট কচুরিজ”| এই বিচিত্র পরিস্থিতিতে হাতে এল একটি শীর্ণকায় (মাত্র ৮৭ পৃষ্ঠার) পেপারব্যাক, যার মলাটের ছবি তেমন একটা দাঁত-কপাটি উদ্রেককর না হলেও নামখানা নতুন ধরণের বলে কৌতূহল হয়| বইয়ের নাম কেন ‘অপ্রাকৃত’ সেই নিয়ে লেখক তাঁর নাতিদীর্ঘ ভূমিকায় কিছু কথা বলেছেন, কিন্তু তাতেও ব্যাপারটা ঠিক স্পষ্ট হয়নি যে এই বইয়ের গল্পগুলো ঠিক কেমন, বা ঠিক কী-নিয়ে হবে| অতঃপর পড়া শুরু, এবং...|
যেসব গল্প এই বইয়ে আছে তারা হল: - ১) উত্তর দিকের বাড়ি ২) মরা সাহেব ৩) কাতাইবুড়ির থান ৪) অবনী বাড়ি নেই ৫) কমল-নিবাস ৬) দিগবসনা ৭) নফর চাঁদ ৮) ঝাঁপ
ভূতের নয়, বরং এদের ‘অদ্ভূতের’ গল্প বললেই এক্কেবারে ঠিক পরিচয় দেওয়া হবে| চোখের কোনা দিয়ে দেখা ছায়া, আয়নায় নিজের প্রতিবিম্বের পেছনে একঝলক দেখতে পাওয়া একটা লালচে রং, বা সূক্ষ্ম জালের মধ্য দিয়ে দেখে হঠাৎ অচেনা লাগা জগৎ: অনেকটা এসবেরই মতো এই গল্পগুলো কেমন যেন চেনা-হয়েও-অচেনা কিছু তুলে ধরে পাঠকের সামনে| গল্পের মানুষগুলোকে চিনি| চিনি তাঁদের পৃথিবীকেও, কারণ সেকেলে বা মনগড়া পরিবেশের বদলে আমার-আপনার খুব চেনা জায়গাগুলোই এই গল্পদের পটভূমি| কিন্তু তাঁদের সঙ্গে যা-ঘটে, সেটা বা সেগুলো কোনমতেই আমাদের চেনা, বা সহজ/কঠিন বুদ্ধি দিয়ে ব্যাখ্যাযোগ্য নয়| তারপর এই প্রশ্নও আসে, যে শুধু প্লটের বৈচিত্র্য নয়, লেখা গল্প হিসেবে জিনিসগুলো কেমন? সোজা উত্তরই দিই: কয়েকটা গল্প এক্সপেরিমেন্টাল, সেগুলো আমার ভালো লাগে নি| কয়েকটা গল্প একটু চেনা ছকের হলেও পরিবেশনের কায়দায় এবং অতুলনীয় সংলাপে চোখ-মন ধাঁধিয়ে দিয়েছে| আর একটা গল্প, (হ্যাঁ, মাত্র একটা গল্প) পড়ার জন্যে আমি বইটা আরও বার-দশেক পড়তেও রাজি আছি|
সব মিলিয়ে বইটির মূল্যায়ণ করতে গিয়ে তারাবাজির চূড়ান্ত করতেই হচ্ছে তিনটে কারণে: (১) সম্পূর্ণ আধুনিক পরিবেশে ও নব্যবঙ্গীয় মানবমানবীদের নিয়েও যে সিরিয়াসলি শিহরণ-জাগানো গল্প লেখা যায়, এটা লেখক প্রমাণ করে ছেড়েছেন| (২) বইটি সুমুদ্রিত, টাইপো-বিহীন, এবং অবিশ্বাস্য সুলভ (মাত্র ৮৯/- টাকা)! (৩) এমন স্মার্ট আর ন্যাকামিবর্জিত গদ্য পড়েও সুখ|
সুধী পাঠকবৃন্দ, বইটি সত্ত্বর কিনুন ও পড়ুন, যাতে প্রকাশক তত্পর হন, এবং এইরকম আরও যত অপ্রকাশিত-ব্যাখ্যাতীত প্লট লেখকের মাথায় আছে, সেগুলোও ঝটপট মলাটবন্দি হয়ে আমাদের সামনে আত্মপ্রকাশ করে|