বিল কিনকেড, ভাড়াটে বন্দুকবাজ কিন্তু যার-তার হয়ে কাজ করে না ও। তাই যখন চার্লি মেইজ আর পিট লারকিন ওকে ভাড়া করতে ব্যাকুল হয়ে উঠল, সন্দেহ জাগল মনে। কারন এ দুই র্যাঞ্চারের রেঞ্জের মাঝখানে পড়েছে ওয়ার্ড স্যান্ডার্সের রেঞ্জ-যার ডাকে সীমান্ত শহরে অ্যাপাচিতে আসা ওর।
স্যান্ডার্সকে কখনও দেখেনি কিনকেড। ওরা ওকে জানালো জেল-খাটা দাগী আসামী স্যান্ডার্স আসলে একজন রাসলার। হুমকি দেয়া হল কিনকেডকে, এখানে আর কারও কাজ করা চলবে না! কিন্তু কিনকেড ভিন্ন ধাতুতে গড়া, হুমকি গায়ে মাখল না। এগিয়ে গেল বিপদের মুখে! সীমান্তে বেজে উঠল রণ দামামা!
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
ভাড়াটে বন্দুকবাজ বিল কিনকেড। স্যান্ডার্সের ডাকে পিস্তল ভাড়া দিতে এসে দেখে করুন অবস্থা স্যান্ডার্সের। সবাই জানে স্যান্ডার্স জেলঘুঘু। গরু চুরির জন্য সবাই স্যান্ডার্সকে দায়ি করলেও থেকে যায় কিনকেড। ক্লেয়ার, স্যান্ডার্সের একমাত্র মেয়ে। বিল কিনকেডকে ভীষণ অপছন্দ করে বন্দুকবাজ বলে। এদিকে মেইজ আর পিট লারসেন তারাও ভাড়া করতে চায় কিনকেডকে। না পেরে সরিয়ে দিতে পাগল হয়ে ওঠে তারা। কিন্তু বিল কেনকেড যে অন্য ধাতুতে গড়া মানুষ। শুরু হয় গোলাগুলি, ধাওয়া পাল্টা ধাওয়া।