কাজি মাহবুব হোসেনের লেখা দিয়ে ওয়েস্টার্ন সিরিজের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। কাজি মাহবুব হোসেন ওয়েস্টার্ন সিরিজ ছাড়াও পিশাচ কাহিনী ও অনুবাদের বেশ কিছু বই লিখেছিলেন যা অত্যন্ত জনপ্রিয় ছিল। এবং তাঁর প্রথম বই অনুবাদ প্রকাশিত হয়েছিলো ১৯৮২ সালে।
ইউ এস মার্শাল রস মার্টিন। ডাক পড়ল গোস্ট ক্যানিয়নে মাইনিং কম্পানীর পে রোল ডাকাতির কেস সামাল দেওয়ার জন্য। তদন্তের শুরুতেই মাইনিং কোম্পানির রনি ক্রদার্সের সাথে বিরোধ দেখা দিল মার্টিনের। রেষারেষি প্রবল আকার ধারন করল দৃশ্য পটে লুসি আসার পর, যার বাবা কিনা ডাকাতি হবার কয়েকদিন আগে থেকেই নিখোঁজ। দুই জনেই পছন্দ করে ফেলল লুসিকে ভবিষ্যৎ সঙ্গিনী হিসেবে। কেসে আগাতে গিয়ে মার্টিন দেখল সব তীর মাইনিং কোম্পানির দিকেই নির্দেশ করছে। ওদিকে আবার ক্রাদার্স মার্টিনকেই ডাকাতিতে জড়িত বলে প্রচার করছে। ঘটনা জমে উঠল যখন মার্টিন জানতে পারল ডাকাতের পরিচয় জানতে পারল। কিন্তু আরো ঘোরালো হয়ে উঠল পরিস্থিতি। লুসির বাবাকে সে আদৌও খুজে বের করতে পারবে? মাইনিং কোম্পানি আদৌও কি নিরোপরাধ?
পাঠপ্রতিক্রিয়াঃ কাজী মাহবুব হোসেন একজন ভালবাসার নাম। তার বেশীর ভাগ বই পড়াই যদিও পড়া শেষ। কয়েকদিন আগে তার লিখা কয়েকটা বই পেলাম। বর্তমানে তার মাক্সিমাম বইই প্রিন্ট আউট। বরাবরের মতনই হতাশ করেনি লিখা। এক টানে শেষ করে ফেলার মতন বই।