Jump to ratings and reviews
Rate this book

বান্ধবীগাছ

Rate this book
Bandhabigach (Bengali)

88 pages, Hardcover

Published January 1, 2015

5 people are currently reading
72 people want to read

About the author

Srijato

59 books92 followers
Srijato Bandopadhyay (born 21 December 1975 in Kolkata), is an eminent poet of the Bengali younger generation. He won the Ananda Puroskar in 2004 for his book Udanta Sawb Joker: All Those Flying Jokers. He has also attended a writer's workshop at the University of Iowa.

His notable works include Chotoder Chiriyakhana: The menagerie for kids (2005), Katiushar golpo: Tales untold (2006), Borshamongol : The monsoon epic (2006), Okalboisakhi: Storms unprecedent (2007), Likhte hole bhodrobhabe lekho: Write politely, if you have to (2002), Ses Chithi: Last Letter (1999), Bombay to Goa (2007), Coffer namti Irish : Irish Coffee (2008), Onubhob korechi tai bolchi : Revealing the feeling (1998).

Having worked as journalist, he is now on the editorial board of the magazine "Prathama". He lived at Garia and spend his childhood at Kamdohari, Narkelbagan.

Srijato is the grandchild of classical vocalist Sangeetacharya Tarapada Chakraborty and nephew of musician and the Khalifa of Kotali Gharana Pandit Manas Chakraborty; his mother is also a classical vocalist Gaan Saraswati Srila Bandopadhyay.

Other than poetry he has also penned the lyrics of many popular playbacks in several movies like Autograph (2010 film,)Jaani Dyakha Hawbe, c/o Sir (2013 film),Mishawr Rawhoshyo,Iti Mrinalinee, charulata, Abosheshe etc.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
20 (45%)
4 stars
13 (29%)
3 stars
10 (22%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 15 of 15 reviews
Profile Image for Sultan Ahmed.
31 reviews27 followers
May 5, 2022
আছি, কিন্তু নেই এখানে।
স্থবির, কিন্তু খরস্রোতা।
আমার কাছে জীবন মানে
উইন্ডস্ক্রিনে বৃষ্টিফোঁটা।

চার দশকের চৌকাঠে দিন
রোদ্দুরও নেই তেমন বিশেষ
মুঠোই কেবল একটু জেদি।
কে জানে হার মানবে কিসে ...

তারই মধ্যে এসে দাঁড়াও
ফের সমস্ত ওলটপালট
সন্ধে চেনে আমার পাড়াও।
এবারে রাত নামলে ভাল।

শান্ত আছি। শান্ত থাকি।
কিন্তু হঠাৎ ঝড়ের বেগে
ঝাপটে আসে আগুনপাখি -
চোখ খুলে যায় বৃষ্টি লেগে।

ভাল্লাগে না ঘরের শোভা।
ইচ্ছে করে পথেই হারাই...
বাঁচলে মরি সহস্রবার
একটু করে জীবন সারাই।

ইচ্ছে করে শরীর ভেজাই।
ইচ্ছে করে পালাই কোথাও।
ইচ্ছে করে চুপ করে যাই।
ইচ্ছে করে অসভ্যতাও।

তোমাকে খুব ইচ্ছে করে।
যে তুমি ওই ছাতার আড়াল -
লোকটা নামেই পোশাক পরে।
আসলে আদ্যন্ত চাঁড়াল।

তোমায় সে খুব মুঠোয় ভ'রে
ছুঁড়বে কোনও দূর সীমানায়
রাস্তাগুলো এমনি ঘোরে।
দিগন্তরাই ম্যাজিক বানায়।

সেসব জাদুর একটা দুটো
অনভ্যেসেই আঙুলছাড়া।
দ্যাখো, আবার খুলছি মুঠো,
রাত নামছে আমার পাড়ায়।

তোমার সঙ্গে নোনতা মিঠে
খুনসুটি প্রেম বিষণ্ণতা
তোমার যেটা বাস্তুভিটে,
আমার সেটাই বৃষ্টিফোঁটা।

চলতি পথের হরেক মোড়ে
এমন তোমায় দেখব কত
আগুনপাখির শরীর পোড়ে-
ভাবনা তবু অবিক্ষত।

কখনও ঠিক হয়না দেখা
অথচ রোজ সঙ্গে থাকো
ভিড়ের মাঝে একলা একা
নদীর ওপর যেমন সাঁকো...

এক জন্মের অনেক চেনা।
এক চেনারও জন্ম অনেক।
আশ্বিনে বসন্তসেনা,
ছাড় দেবে কি প্রেমিকজনে?

বেঁচে থাকার এই যে আমেজ,
চিরকালীন, না মরসুমি?
হয়তো আবার নতুন নামে
আমার প্রেমেই পড়বে তুমি!
Profile Image for Rifat.
502 reviews328 followers
March 10, 2021
"মেঘ করেছে সন্ধেবেলা। একলা তুমি।
ডাঙায় অনেক ঝুটঝামেলা, জলে কুমির।"

শ্রীজাত'র লেখার ব্যাপারে বলবো- হয়তো উনি রাস্তায় আপন মনে হাঁটতে হাঁটতে কবিতাকে একটু খোঁচা দিয়েছিলেন শুধু, এর পরিবর্তে ফিরতি পথে উটকো কবিতাগুলো উনাকেই জাপটে ধরেছে 😆
"এসো, আমরা সব মানুষের সঙ্গে হাঁটি
চারটে মুঠোয় আঁকড়ে ধরি সবার মুঠো
যে যেখানে যেমন আছে জড়িয়ে নিই
কে না জানে, ভালবাসার একটা সুতো!"


কবিতাগুলো বেপরোয়া ভাবওয়ালা; প্রেমিকাকে কেন্দ্র করে লিখা অর্থাৎ প্রেমের কবিতা।
বইয়ের নামকরণটাও বেশ! যদিও সাজেশন পাওয়ার পর নাম দেখে হাসতেছিলাম। 'বান্ধবীগাছ' নামটা আসলেই সুন্দর। পথচলার সঙ্গী বান্ধবীটি গাছেরই মতন।

~১০ মার্চ, ২০২১
Profile Image for Tiyas.
473 reviews132 followers
January 29, 2026
'বর্ষাতিমন, আজ্ঞা করো, মেঘগুলো সব উপড়ে ঢালি?'

শ্রীজাতর কবিতা যেন নববর্ষের নতুন কার্ড। কবি নিজে হ্যামলিনের বাঁশিওয়ালা। কলম ফু দিয়ে ইঁদুর নাচান লাইনে লাইনে। জার্মান মেজাজে দিয়ে বসেন যুদ্ধের ডাক। এই যুদ্ধে দোলপূর্ণিমার আলো। পাগলাটে, আজব, মশমশে ভীষণ। সাথে দেশজ নস্টালজিয়ার তরবারি উল্লাস। মরচে পড়া কলকাতার পায়ে বস্তাপঁচা গোলাপী চুমো। ক্যালেন্ডার পোড়া বসন্তের নিয়মে, প্রতারক প্রেমের বুদ্বুদ আকাশ। যা হিংস্র, কায়েমী ও যথানিয়মে করুন। তাই ধর্মঘটের মধ্যিখানে, বাসের মাথায় কোকিল ডাকে। রেওয়াজি সুরে আদর চায়। চেয়ে ব্যথা করে গলার স্বর। বিচ বাজারে পুড়িয়ে মারে কোমল স্বরের কাঙালপনা।

হাসি পায়। প্রেম পায়। ঘুমও পায় সমান্তরালই। আমি বলি, ফেয়ার ডিল। আপনি অবশ্য কবির সেরা কোনো কবিতা এখানে খুঁজে পাবেন না। সিরিয়াস শ্রীজাত ভিন্ন জিনিস। এই বইতে যিনি আছেন তিনি সেই মেলার মাঠের মানুষটা... ফিরিওয়ালা সমান। বা দিশি ম্যাজিশিয়ান কেবল। লঘু ও সরস। বিরক্তিকর ও ব্রাইট। দুয়ারে বিনোদন। বিনোদনের দ্বারে...শব্দ কল্প দ্রুম।

কঠিন দিনে শ্রীজাত-ই ভরসা। কেবল শ্রীজাতই পারেন এমন ব্যাটাচ্ছেলে মার্কা ছন্দ মিলিয়ে, হাসিমুখে হাত মেলাতে...

'শান্তশিষ্ট কলেজকন্যা, দেখতে শুনতে শ্যারন স্টোন না।'

বা

'ছোট্ট পাঁচিল, ঘুপচি ছাদে লোডশেডিং-এর অন্ধতা
দারুণ লাগে তোমার পাড়ার আলুর চপের গন্ধটা।'


কোনো মানে হয়?

যাই হোক, আরেকটা পড়ুন। (প্রেমেও পড়তে পারেন তবে সেটা নিজের রিস্কে।) আমি যাই। কাজ অনেক।

'তোর জন্যে ঘুম-ভাঙা-ঠোঁট, নিশ্বাসে চুপ শুকনো পাতা
লিখতে পারি মশমশিয়ে গামবুটে এক অরণ্যদিন
রেস্ট হাউসের মুরগি-রুটি, চাঁদের রাতে হালকা দু’পেগ
তোর জন্যে নেশার পরেও এক দু’লাইন লিখতে পারি।

তোর জন্যে নতুন কুকার, পুরনোটা ছুড়তে পারিস
মাথায় লাগলে অ-এ য-ফলা অ্যাম্বুলেন্সও লিখতে পারি
এ-সংসারের হাবিজাবি জাবদা হিসেব ফর্দ দলিল
সবক’টাকে বাতিল করে লিখতে পারি নতুন খাতায়

তোর জন্যে হাজারটা প্রেম হাতছানি হাত ছাড়িয়ে এসে
কয়েকটা দিনরাতের সেসব যোগাযোগের ব্রিজ পেরিয়ে
লিখতে পারি তলায় একটা পাগলা ঝোরা বয়ে যাচ্ছে
কাটুম কুটুম ঝগড়া ভুলে চল তাতে আজ পানসি ভাসাই।

তোর জন্যে মেঘে কেটে রোদ, রোদ কেটে মেঘ লিখতে পারি
বর্ষাকালে তুষারঝড়ের সম্ভাবনা তোর জন্যে
সব মহাদেশ পেরিয়ে আসা ঠান্ডা হাওয়ার ঝাপটা মুখে
তোর জন্যে লিখতে পারি আবার একটা প্রেমের লেখা।'


(৩.২৫/৫ || জুন, ২০২৫)
Profile Image for Harun Ahmed.
1,673 reviews441 followers
July 3, 2022
৩.৫/৫

"যে যায় তাকে যেতে দেওয়াই সবচে' ভাল।
যে থাকে, তার থাকতে পারাই আসল কথা।
পাখির বাসায় দু’এক কুচি রঙিন পালক....
মানুষই তার নাম রেখেছে বিষণ্ণতা।"


বইয়ের বেশকিছু কবিতা অসাধারণ, কিছু কবিতা সাধারণ মানের। শ্রীজাত ছন্দের জাদুকর। শব্দ নিয়ে ইচ্ছেমত খেলা করেন তিনি। আপাত সম্পর্কহীন, এলোমেলো বাক্য দিয়ে তিনি যেভাবে দক্ষ হাতে কবিতার ছন্দ আর অন্তর্নিহিত সুর মেলান, সেটা বিস্ময়কর।
Profile Image for Jahid Hasan.
135 reviews157 followers
April 19, 2017
"বেঁচে থাকার এই যে আমেজ
চিরকালীন না, মরসুমি?
হয়তো আবার নতুন নামে
আমার প্রেমেই পড়বে তুমি!"

শ্রীজাতকে আমি প্রথম চিনেছি গানের ভেতর দিয়ে। অপূর্ব লেখেন তিনি। গানের মুগ্ধতা কাটিয়ে উঠবার আগেই চেয়েছি তাঁকে আরও ভালো করে আবিষ্কার করে নিতে। দেখলাম, আসলে তিনি একজন কবি।
শ্রীজাত আমাকে বেশ উপকার করেছেন। প্রেমিকাকে তাঁর কবিতার দু'এক ছত্র পাঠিয়ে দিলেই বাঁচি।
কী আর করার, 'আমার হাত তো শঙ্খ ঘোষের হাত না'।

*'বান্ধবীগাছ' নামটা অদ্ভুত এবং সুন্দর।
Profile Image for নাহিদ  ধ্রুব .
143 reviews27 followers
May 26, 2022
৩.৫/৫

শ্রীজাত সম্ভব��� প্রাত্যহিক কনভারসেশনও স্বরবৃত্ত ছন্দে করতে পারেন। অদ্ভুত স্মুথ তাঁর ছন্দ, ডেলিভারিও খুব ইজি, কমিউনিকেটিভ... যদিও হালকা লেগেছে কিছু কবিতা, কিছু কবিতা আবার স্থান করে নিয়েছে মনে। স্বরবৃত্তের দারুণ প্রয়োগ সত্ত্বেও বিষয়বস্তু মোর অর লেস ওভারল্যাপ করায় এবং বইটা দীর্ঘ হওয়ার একটানা পড়া যায় না... ১০ টা কবিতা টানা পড়লেই ক্লান্তি আসে... সামান্য ভ্যারিয়েশন থাকলে হয়তো কবিতাগুলো পড়ে আরও আনন্দ পাওয়া যেতো!
Profile Image for Preetam Chatterjee.
7,320 reviews404 followers
July 9, 2025
রিভিউ: “বান্ধবীগাছ”—ভালোবাসার কবিতায় হৃদয়ের পাতাঝরা ঋতু

শ্রীজাতর বান্ধবীগাছ কেবল একটি কাব্যগ্রন্থ নয়—এটি এক অনুভূতির বৃক্ষ, যার পাতায় পাতায় লেখা আছে নগরজীবনের প্রেম, একাকীত্ব, দুর্ভিক্ষের মতো আকাঙ্ক্ষা, এবং হৃদয়-উপচানো বৃষ্টির স্মৃতি। প্রেম এখানে কোনো চমৎকার সাজানো বাক্য নয়—এটি জীবনের পাঁজরে বাঁধা টিকটিক শব্দ, মিটারের মতো বাড়তে থাকা অভিমান, অথবা ছাতার আড়ালে দাঁড়ানো এক গভীর চোখের জিজ্ঞাসা।

এই বইয়ের প্রতিটি কবিতা যেন সেই চুম্বনের মতো, যা “awakens the soul and makes us reach for more, that plants a fire in our hearts and brings peace to our minds।” প্রেমিকা এখানে কেবল এক জন নারী নন—তিনি সময়, শহর, ট্রাফিক লাইট, ছায়া, রাস্তাঘাট সবকিছুর সমাহার। প্রেমে পড়ার কবিতা লিখে শ্রীজাত যেন আবার প্রেমে পড়েন, বারবার—কারণ, “Love is not love until love’s vulnerable.”

শ্রীজাত জানেন, ভালোবাসা মানে শুধুই না বলা কথা নয়, বরং পথের মোড়ে থেমে যাওয়া, একসঙ্গে হঠাৎ হারিয়ে যাওয়া, বা “Love is being stupid together”-এর নির্ভেজাল রসায়ন। তাঁর কবিতায় যখন বলা হয়, “তোমার সঙ্গে নোনতা মিঠে / খুনসুটি প্রেম বিষণ্ণতা / তোমার যেটা বাস্তুভিটে, / আমার সেটাই বৃষ্টিফোঁটা”—তখন বোঝা যায়, “Nobody has ever measured, not even poets, how much the heart can hold.”

প্রেম এখানে আলগা হাত ধরা নয়—এটি একদম বাঁচার উৎস। “Where there is love, there is life.” শ্রীজাত জানেন, এই প্রেম হয়তো স্থায়ী নয়, তবুও সত্য—কারণ, “A true love story never ends.”

প্রেমে পড়ার দৃশ্যগুলোতে তিনি শহরের ইট-কাঠের ভাষাও শোনেন। “Love understands love; it needs no talk.” তাই তো যখন কবি লেখেন—“বেঁচে থাকার এই যে আমেজ / চিরকালীন, না মরসুমি?” —তখন যেন বুঝি, প্রেম ঠিক সেই মেঘলা বিকেল, যেখান থেকে ছড়িয়ে পড়ে ভালোবাসার নীরব বৃষ্টির ফোঁটা।

এই বই পড়তে পড়তে বারবার মনে পড়ে যায়, “At the touch of love, everyone becomes a poet.” এবং শ্রীজাত সেই কবি, যিনি ছন্দ ও অর্থের বাইরে গিয়ে প্রেমকে শরীরী নয়, চেতনার অভিপ্রায় করে তোলেন। প্রেম এখানে শুধুই হৃদয়ের কাজ নয়—এটি সাহস, অভ্যন্তরীণ আলো, এবং একপ্রকার আত্মসমর্পণ।

“To love someone deeply gives you strength. Being loved by someone deeply gives you courage.” —এই উপলব্ধি তাঁর কবিতার শরীরজুড়ে বাজে। কখনও তা হয় লিপিতে, কখনও নিশ্বাসে, কখনও দৃষ্টি বিনিময়ে।

বান্ধবীগাছ এই প্রজন্মের প্রেমের এক কবিতার দিনলিপি। এখানকার প্রেমিক-প্রেমিকারা ক্লাসিক প্রেমের মঞ্চ ছেড়ে বেরিয়ে এসেছে নগরের ব্যস্ত মোড়ে, বারবার নতুনভাবে প্রেমে পড়ে, ভুলে যায়, আবার মনে করে—কারণ, “The best thing to hold onto in life is each other.”

এই কবিতা সংকলন পড়া মানে এক ধরণের হৃদয়ের ঝড়ে ভেসে যাওয়া, যেখানে প্রেম “a friendship set to music”—আর কবিতা সেই সুরের রেকর্ডিং।

শ্রীজাতর বান্ধবীগাছ তাই কেবল একটি বই নয়, এটি প্রেমিক হৃদয়ের জন্য এক বার্ষিক উৎসব। এবং আমরা, সেই পাঠক, যারা বারবার প্রেমে পড়তে চাই, ভালোবাসার নতুন অর্থ খুঁজতে চাই, তাঁদের কাছে এটি এক অনুপম উপহার।

Because in the end, the love we give away… is the only love we keep
Profile Image for Shishir.
191 reviews41 followers
November 30, 2025
বৃষ্টিবিকেল

বিকেলবেলা ভাঙাঘুমের পর
এক কাপ চা, ধোঁয়ায় ঢাকা ঘর

দুপুরে খুব বৃষ্টি হয়ে ঝিম
দূরের যত বাড়িরা টিমটিম

কেমন একটা ভিজে মতন মন
মুখ থুবড়ে বন্ধ আছে ফোন।

পাড়ার মোড়ে মাথারা গিজগিজ
গাড়ি টাঙায় পিছল ওভারব্রিজ

ভাঁজফতুয়া ঘুমপাজামার বেশ
বৃষ্টি থেকে উঠেই এ কোন দেশ?

ঠান্ডা হাওয়ায় মনে পড়ার ছল
কোথাও কোথাও দাঁড়িয়ে গেছে জল...

রিকশাভেঁপু মনকেমনের সুর
কলেজফেরত মেয়েরা চুরমুর

জানলা খুলে এমনি ব’সে। চুপ।
থমকে থাকা মেঘেরা বিদ্রুপ

যা গেছে তা গেছেই জানি, যাও ।
এমন বিকেল অনন্ত হয়। তাও

চোখের কোণে যেটুকু চিকচিক...
তুমি এলেই সারিয়ে দিতে, ঠিক।
Profile Image for পর্ব.
24 reviews15 followers
October 16, 2023
কখনও ঠিক হয় না দেখা
অথচ রোজ সঙ্গে থাকো
ভিড়ের মাঝে একলা একা
নদীর ওপর যেমন সাঁকো.....

এক জন্মের অনেক চেনা।
এক চেনারও জন্ম অনেক।
আশ্বিনে বসন্তসেন,
ছাড় দেবে কি প্রেমিকজনে?
Profile Image for Nuhash.
223 reviews6 followers
July 24, 2023
"বান্ধবীগাছ" বইটির কবিতায় নগর প্রেমের ইদিকা বণর্না করেছেন কবি! তার দেখা জৌলুস মাখানো ভালবাসাকে ঘড়ির কাটার শব্দে টিক টিকে আবদ্ধ করেছে! আবদ্ধ করাকে যে শুধু নিজের মাঝে তিনি রেখেছে তা কিন্তু নয়, প্রেমিকার শরীরে তা রোগের মত বিস্তার করে দিয়েছেন। মাঝে মাঝে তো অবাক করে দিয়ে প্রেমিকার ঠোঁটে চুম্বণ একে দিয়েছেন। তার চুম্বণে বাঁধা দিয়েছে একটি বালক কবি তাকেও ভুলতে পারেন নি! ট্যাক্সির জানালায় বুভুক্ষু ছেলেটির কঙ্কালসার দেহ তার গরম শরীরে হিম ধরিয়ে দিয়েছে! মিটারের মুহুর্তের টাকা উঠা তাকে জ্বালিয়ে মারছে কখন ছাড়বে ট্রাফিক।

প্রেমে পড়ে কবিতা লিখে প্রেমিকাকে দেখার মত সৌন্দর্য কিছু নেই। গাছের পাতার নিমিষ জোছনার আলোয় প্রেমিকাকে আলিঙ্গন করার সুন্দর দৃশ্য পৃথিবীর কোনো কিছুতে নেই! বিস্ময়ে আবিষ্কার করা পৃথিবীতে তাকে কেউ দেখছে না ।শুধু তার বাহুতে একটি নারী, সে নারীর চোখে সবসাকুল্যে পৃথিবী বাস করে!

আশ্চর্য সৌন্দর্যের কথা কবি বলেছে! আমার কাছে তো প্রেমিকাকে দেখার স্রোতই ভালোবাসা। কবি বলেন, অন্তরা, হারিয়ে যাও দেখা মিলবে কলেজ স্ট্রিটে কাক ভেজা বৃষ্টিতে!" কবি ভিজবেন, আমি চাই না কবি ভিজে যাক! যে বৃষ্টি কবিকে স্পর্শ করবে, সে বৃষ্টি যে কবির হৃদয় ভারাক্রান্ত করে দিবে! সৃষ্টির অবিরত প্রত্যাশায় উৎসাহিত হয়ে পড়বেন কবি!
Profile Image for Kripasindhu  Joy.
558 reviews
September 28, 2025
শ্রীজাত এর কবিতা পড়লে গেলে আমার কেমন যেন স্বস্তি বোধ হয়৷ এক অদ্ভুত সারল্য আছে। কত সাধারণ জিনিসকে ছন্দে বেঁধেছেন।

কিছু কবিতা খুব সুন্দর। বাকিগুলো চলে যায় মার্কা।
Profile Image for Tasfia Promy .
108 reviews30 followers
January 17, 2026
কী যে সুন্দর কবিতাগুলো। ছড়া মত ছন্দেও পড়া যায় আবার গম্ভীর ভাবেও। অদ্ভুত না?
Profile Image for Pavel Rezoan.
37 reviews11 followers
April 24, 2025
হালকা চালের প্রেমের কবিতা। প্রতি লাইনে অন্তমিল থাকায় পড়তে যেমনটা ইন্টারেস্টিং তেমনটা মনোটোনাস লাগে। মুঠোফোনে চলতি পথে মেট্রোরেলে বসেই পড়ে ফেলা গেলো।
Profile Image for Bodhisattya Pal.
34 reviews5 followers
December 13, 2017
Surely Best romantic poems of recent bengali history..just soul touching....Mindblowing....love all the poems.........Love Srijato.....
Displaying 1 - 15 of 15 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.