মঈনুস সুলতানের জন্ম ১৯৫৬ সালে, সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। তাঁর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে পিএইচডি। খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেসের। ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার ভিজিটিং স্কলার। শিক্ষকতা, গবেষণা ও কনসালট্যান্সির কাজে বহু দেশ ভ্রমণ করেছেন। তাঁর ‘জিম্বাবুয়ে : বোবা পাথর সালানিনি’ গ্রন্থটি প্রথম আলো বর্ষসেরা বই হিসেবে পুরস্কৃত হয়। ২০১৪ সালে ভ্রমণসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পান বাংলা একাডেমি পুরস্কার। প্রাচীন মুদ্রা, সূচিশিল্প, পাণ্ডুলিপি, ফসিল ও পুরোনো মানচিত্র সংগ্রহের নেশা আছে মঈনুস সুলতানের।
ভালোই লেগেছে। ছোট ছোট গল্পগুলো পড়তে পড়তে হারিয়ে গিয়ে স্থান কাল পাত্রে আবার গল্প শেষ করার পরে বইটা নামিয়ে রেখে কল্পনায় হারিয়েছি কিছুক্ষণের জন্য। তবে ইংরেজি শব্দের আধিক্য চোখে পড়ার মত। জানি বিদেশ ভ্রমণের গল্পের ক্ষেত্রে ইংরেজি শব্দ না রেখে উপায় নেই কিন্তু কিছু কিছু ইংরেজি শব্দ পড়তে গিয়ে মনে হয়েছে এর বাংলা করা যেত এবং শব্দটা বাংলা হলেই পড়তে আরেকটু আরাম লাগতো।