ইমতিয়ার শামীমের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৬৫ সালে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আজকের কাগজে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবনের শুরু নব্বই দশকের গোড়াতে। তাঁর প্রথম উপন্যাস ‘ডানাকাটা হিমের ভেতর’ (১৯৯৬)-এর পান্ডুলিপি পড়ে আহমদ ছফা দৈনিক বাংলাবাজারে তাঁর নিয়মিত কলামে লিখেছিলেন, ‘একদম আলাদা, নতুন। আমাদের মতো বুড়োহাবড়া লেখকদের মধ্যে যা কস্মিনকালেও ছিল না।’
ইমতিয়ার শামীম ‘শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে’ গল্পগ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার (২০১৪), সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২০ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সকল প্রধান সাহিত্য পুরস্কার পেয়েছেন।
এই বইটা না পড়লে মনেহয় কখনো 'সোমেন চন্দ' নামের কোন লেখকের কথা অথবা সোমেন চন্দের 'ইঁদুর' জীবনের কথা জানাই হতো না। কখনো জানা হতো না জ্যোতিরিন্দ্র নন্দী, কায়েস আহমেদ, মঈনুল আহসান সাবের, মামুন হুসাইন-দের মত লেখকদের কথা। আরো অনেক লেখকদের না পড়া অনেক বইয়ের কথা আছে। লিস্ট করে রাখলাম, পড়ে ফেলতে হবে।
সুখে, শোকে, উদাসীনতায় কল্পনা, স্বপ্নভঙ্গের বেদনায় আত্মবিস্মৃতি, আত্মপরিচয় উদঘাটনে.... জীবনে আরো অনেকবার, অনেক কারণে, এবং নিতান্তই অকারণেও এই বইটির কাছে আমাকে ফিরে আসতে হবে। ভাল থেকো, প্রিয় বই।