নাটক পড়তে ভালো লাগে না। তারপরও এই নাটকটা ব্যতিক্রম। ট্রয়ের যুদ্ধ শুরুর আগে হেক্টর এবং গ্রীক পক্ষে ইউলিসিসের যুদ্ধ বন্ধের চেষ্টা এবং শেষপর্যন্ত যুদ্ধ এবং যুদ্ধোন্মাদ মানুষের হাতে সেই প্রচেষ্ঠার ব্যর্থতা নিয়ে নাটক। অনুবাদ কয়েক জায়গায় টিপিকাল কবীর চৌধুরীর মত কাঠখোট্টা।