লক্ষ কোটি বছরের পৃথিবী আর হাজার হাজার বছরের মনুষ্য সভ্যতাকে 'ছোটদের পৃথিবীর ইতিহাস' আকারে গ্রন্থায়িত করা যেন কোন মহাকাব্যের সারমর্মের সারমর্ম লেখার মতো। তবুও এই ছোট্ট বইটি ছোটদের পৃথিবীর ইতিহাস সম্পর্কে সম্যক ধারনা দেবে এবং কিশোরমনের জানার তৃষ্ণাকে আরো উসকে দেবে বলে আশা রাখি।
এই বইটা ১৯৮৬ সালে প্রকাশিত।কিন্তু এত তথ্যবহুল।নামে ছোটদের হলেও এর অনেককিছুই আমি জানতাম না।পৃথিবীর ইতিহাসের খুব দ্রুত একটা ওভারভিউ হয়ে যাবে ১ ঘন্টার মধ্যে।