অনেকগুলা গল্প আছে যেগুলি রহস্যপত্রিকায় প্রকাশিত হইসিল, কিছু আছে হুমায়ূন স্যারের সম্পাদিত একটা বই, নাম মনে পড়ছে না, সেখান থেকে তুলে দেওয়া হইসে... যদিও আমি হরর ফ্যান, আমার কাছে খারাপ লাগে নাই ,কিন্তু এই ধরনের ব্যাপারগুলি দেখলে খুব বিরক্তির উদ্রেক হয়।