Shawkat Ali (Bangla: শওকত আলী) is a major contemporary writer of Bangladesh, and has been contributing to Bangla fiction for the last four decades. Both in novels and short stories he has established his place with much glory. His fiction touches every sphere of life of mass people of Bangladesh. He prefers to deal with history, specially the liberation war in 1971. He was honored with Bangla Academy Award in 1968 and Ekushey Padak in 1990.
উন্মূল বলতে বোঝায় নির্মূল বা সম্পূর্ণভাবে মূল ছিন্ন হয়েছে এমন। বাসনা মানে সুতীব্র ইচ্ছে, কামনা। নাম পড়েই বুঝে ফেলা যায় চওকত আলীর প্রথম প্রকাশিত ছোটগল্প সংকলনের গল্পগুলো কেমন! সব গল্প যে একইরকম তা কিন্তু না। তবে বেশিরভাগই নামকরণকে সার্থক করেছে।
১১ টি গল্প নিয়ে এই সংকলন। সবগুলোই গত শতকের ষাটের দশকে লেখা। এমনকি তাঁর ছোটগল্পে নিপুণতার জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরষ্কারও পেয়েছেন এই ক্যাটাগরিতে। এখন আমার ব্যক্তিগত মতামতের পালা-
প্রথমত, তাঁর সব গল্পই ছিন্নমূল, সমাজের নিম্নবর্গের মানুষদের নিয়ে। কুলি, ট্রাকচালক এদের নিয়ে। তাঁর গল্পগুলোর অন্যতম এক দিক হলো, পাত্র-পাত্রীর অপূরণীয় যৌন-বাসনা। পুরুষদেরকে উপস্থাপন করা হয়েছে নারী দেহের প্রতি চরম মাত্রায় ক্ষুধার্ত হিসেবে! এমনকি এক পর্যায়ে এক নারী চরিত্রকে দিয়ে বলিয়েছেনও, 'হায় ভগমান, তুমি মানুষকে কুকুর বেড়ালের মতো কেন বানিয়েছ গো!'
আমি বলছিনা, লেখক সব পুরুষকে একই কাতারে ফেলে বিচার করেছেন বা এমন অভিপ্রায় তাঁর ছিল কিনা সে বিষয়েও আমি স্পষ্ট বলতে পারছি না। কিন্তু তার শব্দচয়নে (খুব সুন্দর), এমন একটা ব্যাপার ছিল যা এমন ভাবতে বাধ্য করে।
হয়তো সেই সময়টায় লেখক যে ছবি তুলতে চেয়েছেন, যে স্তরের মানুষদের কথা বলেছেন, তখনকার প্রেক্ষাপটে তা খুবই স্বাভাবিক এবং বলতেই হয়, অত্যন্ত দক্ষতার সাথে তা তুলে ধরেছেন। সেদিক বিচারে তিনি অবশ্যই প্রশংসার যোগ্য। এছাড়া আঞ্চলিক জনজীবনের চিত্র নিপুণতার সাথে এঁকেছেন শওকত আলী।
শওকত আলীর সাথে আমার প্রথম পরিচয় 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' ছোট গল্পটির দ্বারা। তখন থেকেই তাঁর বই পড়ার একটা ইচ্ছে ছিল। 'প্রদোষে প্রাকৃতজন' তাঁর শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে দবি করা হয়। এটা পড়ার ইচ্ছে আছে। কিন্তু ছোটগল্প সংকলন দিয়ে লেখকের সাথে পরিচয়টা মন্দ হয়নি।