সত্যি বলতে কখনো ভাবিনি যে আফগানিস্তান যাবার ইচ্ছা জাগবে মনে। কিন্তু রামনাথ বিশ্বাসের অবিশ্বাস্য এই ভ্রমন কাহিনী পড়ছি আর যেন মন চলে যাচ্ছে হিন্দুকুশের ছায়াস্নিগ্ধ আফগান মুলুকে।
আজ থেকে প্রায় একশ বছর আগে, হিন্দু বাঙালি পরিব্রাজকের চোখ দিয়ে দেখলাম পাঠান, উজবেকে, হিলজাই, ওরাকজাই এর দেশ।
শুধুমাত্র ভ্রমণের বিবরণই না, অসাধারণ লেখনীতে ফুটে উঠেছে সে সময়কার ভূরাজনৈতিক, সামাজিক, ধর্মীয় আর অর্থনৈতিক চিত্র। লেখক কিংবা পরিব্রাজক শুধুমাত্র তাঁর অভিজ্ঞতাই বর্ণনা করে ক্ষান্ত হননি বরং তাঁর নিকটস্থ প্রতিটা মানুষের জীবনের গল্পও অনবদ্যভাবে বর্ণনা করেছেন, ইকবাল, লক্ষ্মী, পূজারী ভোলানাথ, ড্রাইভার অথবা চায়ের দোকানের বয়।
সবচেয়ে মনে ধরেছে রামনাথ বিশ্বাসের তৎকালীন আফগান হিন্দু সমাজের আত্মঘাতী কৌলিন্যতার বাস্তব সমালোচনা…
প্রতিটি পাতা যেন আফগান গ্রাম আর তুষারঢাকা বুনো শহরের এক বিচিত্র প্রতিপাদ্য…
আমার পড়া সেরা ভ্রমণ কাহিনী।