এখনও পর্যন্ত যে সকল রাজনীতিবিদের আত্মজীবনী পড়েছি, মনে হয়েছে শুধু তিনিই নীতি আর আদর্শের উপরে ছিলেন... বাকীদের কারনে শুধু ভুল বোঝাবুঝি হয়েছে। মিজানুর রহমান চৌধুরীর বইটাও এর ব্যতিক্রম না। তারপরও বইটা আলাদা। কারন তিনি দীর্ঘদিন শাসক দলে থাকার পরও তাদের সমালোচনা করতে পেরেছেন। বিশেষ করে এরশাদ সম্পর্কে খুব কম ভালো কথাই আছে। জাতীয় পার্টিতে যোগদানের উদ্দেশ্য সম্পর্কে কিছু উদ্ভট যুক্তি দিলেও পরবর্তীতে তার সমালোচনা ভাল লেগেছে। বইটা শুরু হয়েছিল বেশ হাস্যরস দিয়ে। কিন্তু শেষদিকে শুধু হরতাল বিক্ষোভ আহত নিহতের সংখ্যা দেখে মনে হয়েছে... এত আন্দোলন করে কি হল... এরশাদ আগের অবস্থায় ফিরে গেল... তত্ত্বাবধায়ক সরকারও নেই। নিহত মানুষ শুধুই সংখ্যা। বইয়ের শেষে কিছু তথ্য নথি সংযুক্ত করা আছে। বিশেষ করে আইয়ুব খানের কাছে সোহরাওয়ার্দীর চিঠি এক দুর্লভ দলিল। ইতিহাস বিষয়ে যাদের আগ্রহ আছে, তারা পড়ে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না।