"দুনিয়ায় অনেক কিছুই আছে, সেটার মধ্যে কোনটাতে আপনার আগ্রহ আছে এবং অন্যদেরও আগ্রহ থাকবে, সেটা বের করতে হবে। শিক্ষার্থীদের জন্যে যেটা সাজেশন দিতে চায় তা হল, মোবাইল ডিভাইস নিয়ে কাজ করেন। আপনি যে বিষয়েই পড়াশোনা করেন না কেন, মোবাইল ডিভাইসের সঙ্গে তার একটা যোগসূত্র বেরুবেই।" (পৃষ্ঠা ১৯)
এই লাইনটা পড়ে আমি আশংকায় পড়ে গিয়েছিলাম যে সারা বই আবার মোবাইল সম্পর্কিত গবেষণার উৎসাহদানের আশপাশেই ঘোরাঘুরি করে কিনা। তা নয়, গবেষণার অনেক সূক্ষ ব্যাপারস্যাপারও উঠে এসছে যেমন ফন্ট, ফন্ট সাইজ, প্রেজেন্টেশন, কালার সিলেকশন, ইমেইল আইডি, ইমেইলের নিয়মকানুন, দ্রুত পড়ার কৌশল, গবেষণাবান্ধব সফটওয়্যার, বিভিন্ন লিংক। গত পাঁচ-ছয় মাসে বেশ কিছু বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল দেখে এই বই পড়তে এসে মনে হলো এইটার ভিডিও টিউটোরিয়াল হলেও খারাপ হয়না, ভিডিওতে বিভিন্ন সফটওয়্যার ধরণের বিষয়আশয়ের সাথে মুহুর্তের মধ্যে কমিউনিকেট করা যায়। শেষের দিকে রফিক নামের একজনের সমস্যার উদাহরণ দিয়ে লেখা হয়েছে। এরকম একটা কেসস্টাডি প্রথম থেকে বিস্তারিতভাবে শুরু হয়ে সমাধান হয়ে হয়ে আসতে পারতো।
আদর্শ প্রকাশনীর স্টলে দাঁড়িয়ে তাদের খুব একটা সিলেক্টিভ মনে হয়নি তবে এই বইটার প্রচ্ছদ, কাগজ সুন্দর ছিলো। অনার্সে নিজে থিসিস করতে যেয়ে দেখেছি সুপারভাইজর দীর্ঘ সময় ধরে ভাসাভাসা নির্দেশনা দেয়ার বাইরে যেতে পারেননি তখন থেকেই এই ধরণের গোছানো, সহজসরল ভাষায় লেখা একটা বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছি।