নাগাদের জাতীয় জীবনের প্রাথমিক ইতিহাস বর্ণাঢ্য। তাদের গোষ্ঠীতে-গোষ্ঠীতে, বংশে-বংশে সংঘাত, প্রতিহিংসা, নারী ও ভূমি আয়ত্ত করার প্রয়াস রোমাঞ্চকর।
ভারত সীমান্তে নাগা উপজাতির জীবনযাত্রা ভিত্তি করে এই উপন্যাস রচিত। নাগাভূমি। সংখ্যাতীত পাহাড়মালা, দুর্গম অরণ্য, নদী-জলপ্রপাত-ঝরণা-মালভূমি-উপত্যকা দিয়ে ঘেরা এই জায়গাটি সমতলের বাসিন্দাদের কাছে অপার বিস্ময়ের বস্তু হয়ে রয়েছে।
শ্বাপদ সংকুল এই জায়গাটিতে মানুষের জীবনযাত্রা কিরকম, তাদের সমাজ কোন নীতিতে চলে, তাদের সামাজিক আচার আচরণ এ-নিয়ে কৌতুহলের অন্ত নেই।
'পূর্ব পার্বতী' জাতিতত্ত্বের ইতিহাস নয়, নাগাদের কাম-লালসা-হিংসা, ন্যায়-অন্যায় বোধ এবং জীবনের দ্রুত পরিবর্তনকে কেন্দ্র করে ইতিহাসভিত্তিক উপন্যাস। নাগাদের অগণ্য গোষ্ঠীগুলির মধ্যে একটিকে বেছে নিয়ে তাদের অখণ্ড এবং সমগ্র জীবনবোধকে এই উপন্যাসে স্থান দেওয়া হয়েছে।