Jump to ratings and reviews
Rate this book

কল্পবিজ্ঞান সমগ্র

Rate this book
KALPABIJNAN SAMAGRA
A Collection of Bengali Science fictions by PREMENDRA MITRA

সম্পাদক – সুরজিৎ দাশগুপ্ত
প্রচ্ছদ ও অলকরণ – রঞ্জন দত্ত


কল্পবিজ্ঞান সাহিত্য একান্তভাবে বিংশ শতাব্দীর বিশেষ সাহিত্যধারা। বাংলায় এই ধারার ভগীরথ প্রেমেন্দ্রমিত্র। তাঁর মূল্যবান কল্পবিজ্ঞান সাহিত্যের কিছুটা দুষ্প্রাপ্য, কিছুটা বিক্ষিপ্ত ও কিছুটা বিপণিলভ্য। সবগুলিকে একত্রে সন্নিবেশিত করা হল এই প্রথম – এই ‘কল্পবিজ্ঞান সমগ্র’তে।

বিজ্ঞানবিশ্বের বিভিন্ন ক্ষেত্র সম্বন্ধে প্রচুর জ্ঞান, ঘটনা উদ্‌ভাবন – ও – বিন্যাসের বিরল প্রতিভা এবং বাংলা ভাষার উপরে অনন্য কর্তৃত্ব - এই তিনের দুর্লভ সমাবেশ হয়েছে প্রেমেন্দ্রমিত্র-র কল্পবিজ্ঞান সাহিত্যে। কল্পবিজ্ঞানেই বোধহয় সাহিত্যিকের সৃষ্টিশীলতার চরম পরীক্ষা। বিজ্ঞানসাধকদের দেওয়া সূত্রগুলি আশ্রয় করে এক-একটি রোমাঞ্চকর দেশ বা লোক কল্পনা করা ও সেখানকার উপযুক্ত রুদ্ধশ্বাস ঘটনাক্রম ভাবা ও সেগুলিকে সাজানো অত্যন্ত দুর্লভ প্রতিভার কাজ। সেই প্রতিভার উষ্ণ ও জীবন্ত পরিচয় পাওয়া যায় এই ‘কল্পবিজ্ঞান সমগ্র’-তে।
এই কাহিনিগুলি যেমন আমাদের কল্পনা- ও – কৌতূহল – বৃত্তিকে চরিতার্থ করে তেমনই সেই সঙ্গে দৃশ্যমান জগৎ-সংসার সম্বন্ধে আমাদের জ্ঞানকে এবং দৃশ্যাতীত স্থান-কাল সম্বন্ধে আমাদের অনুভব ও চেতনাকেও প্রসারিত করে। দু -একটি দৃষ্টান্ত দিই। ‘শুক্রে যারা গিয়েছিল’ -তে পাই মহাকাশ গবেষণায় বাস্তবে রকেট ব্যবহারের অনেক আগেই প্রেমেন্দ্রর কল্পনায় এসেছিল যে রকেট – এই মহাকাশে পৌঁছানো সম্ভব এবং শুক্রের বাস্তব অবস্থার বর্ণনায় প্রতিফলিত হয়েছে পৃথিবীর প্রথম পর্বের ইতিহাস। ‘মনু দ্বাদশ’ – এর সময়কার ভয়ংকর বাস্তবতাকে উপস্থাপন করে বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ-প্রতিশোধ-হত্যাহিংসার পদ্ধতি-প্রক্রিয়া মানুষকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আবার কল্পনায় ও বর্ণনায় ছায়াপথের সুদূর প্রান্তে বিস্তীর্ণ মহাকাশের কাহিনি ‘সূর্য যেখানে নীল’ এক অবিস্মরণীয় পঠন -অভিজ্ঞতা।


সূচি –

ছোটগল্প –

কালাপানির অতলে ( গ্রন্থ - প্রেমেন্দ্র মিত্রের কিশোর গল্প – শিশু সাহিত্য সংসদ – ২০০৫)
দুঃস্বপ্নের দ্বীপ ( গ্রন্থ – দুঃস্বপ্নের দ্বীপ – নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড – ১৪০৮)
যুদ্ধ কেন থামল ( গ্রন্থ - দুঃস্বপ্নের দ্বীপ – নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড – ১৪০৮)
মানুষের প্রতিদ্বন্দ্বী (গ্রন্থ – বিজ্ঞান নির্ভর গল্প – অভ্যুদয় প্রকাশ-মন্দির – ১৯৬৪)
হিমালয়ের চূড়ায় ( গ্রন্থ - দুঃস্বপ্নের দ্বীপ – নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড – ১৪০৮)
আকাশের আতঙ্ক (গ্রন্থ – ছোটদের অম্‌নিবাস – ওরিয়েন্ট লংম্যান লিমিটেড – ১৯৭৪)
অবিশ্বাস্য (গ্রন্থ – বিজ্ঞান নির্ভর গল্প – অভ্যুদয় প্রকাশ-মন্দির – ১৯৬৪)
লাইট হাউসে ( গ্রন্থ - দুঃস্বপ্নের দ্বীপ – নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড – ১৪০৮)
পৃথিবীর শত্রু ( গ্রন্থ - দুঃস্বপ্নের দ্বীপ – নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড – ১৪০৮)
মহাকাশের অতিথি (গ্রন্থ – এক কুড়ি গল্প – বসাক বুক স্টোর – ১৯৮৯)
শমনের রং সাদা (গ্রন্থ – সেরা আশ্চর্য ! সেরা ফ্যানট্যাসটিক অদ্রীশ বর্ধন সম্পাদিত – ১৯৬৩-৯৩)

বড় গল্প ও উপন্যাস –

পিঁপড়ে পুরাণ (গ্রন্থ – ছোটদের অম্‌নিবাস – ওরিয়েন্ট লংম্যান লিমিটেড – ১৯৭৪)
পাতালে পাঁচ বছর (গ্রন্থ - পাতালে পাঁচ বছর – দে’জ পাবলিশিং – ২০০৭)
ময়দানবের দ্বীপ (গ্রন্থ – ছোটদের অম্‌নিবাস – ওরিয়েন্ট লংম্যান লিমিটেড – ১৯৭৪)
শুক্রে যারা গিয়েছিল (গ্রন্থ - শুক্রে যারা গিয়েছিল – বিদ্যোদয় লাইব্রেরি প্রাইভেট লিমিটেড – ১৯৬৪)
মনু দ্বাদশ (গ্রন্থ – মনু দ্বাদশ – এম. সি. সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড – ১৩৭১)
সূর্য যেখানে নীল (গ্রন্থ – সূর্য যেখানে নীল – এ. মুখার্জি অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড – ১৩৯৫)

পরিশিষ্ট –

ক. সবুজ মানুষ (গ্রন্থ - ফ্যানট্যাসটিক অদ্রীশ বর্ধন সম্পাদিত – ১৯৮১)
খ. সাগর রহস্য (গ্রন্থ – ছোটদের অম্‌নিবাস – ওরিয়েন্ট লংম্যান লিমিটেড – ১৯৭৪)

520 pages, Hardcover

First published January 1, 2010

8 people are currently reading
68 people want to read

About the author

Premendra Mitra

128 books67 followers
Premendra Mitra (Bangla: প্রেমেন্দ্র মিত্র) was a renowned Bengali poet, novelist, short story writer and film director. He was also an author of Bengali science fiction and thrillers.

His short stories were well-structured and innovative, and encompassed the diverse to the divergent in urban Indian society. The themes of poverty, degradation, caste, the intermittent conflict between religion and rationality and themes of the rural-urban divide are a thematically occurring refrain in much of his work. He experimented with the stylistic nuances of Bengali prose and tried to offer alternative linguistic parameters to the high-class elite prosaic Bengali language. It was basically an effort to make the Bengali literature free from softness, excessive romance and use of old style of writing which were prevalent in older writings.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (50%)
4 stars
11 (34%)
3 stars
5 (15%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riju Ganguly.
Author 38 books1,866 followers
November 24, 2018
বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের শুরু কার হাতে?
‘সেরা কল্পবিজ্ঞান’ সম্পাদনা করতে গিয়ে অনীশ দেব লিখেছেন, “কল্পবিজ্ঞান কাহিনিতে বিজ্ঞানের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণী ভূমিকা থাকবে। ... এই মৌলিক শর্তটি প্রয়োগ করে বাংলাভাষায় কল্পবিজ্ঞানের সূচনা ১৮৯৬ সালে, আচার্য জগদীশচন্দ্র বসুর কলমে। কুন্তলীন পুরস্কার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তাঁর ‘নিরুদ্দেশের কাহিনি’ গল্পটি। এর পঁচিশ বছর পরে ‘অব্যক্ত’ গ্রন্থ প্রকাশের সময়ে জগদীশচন্দ্র গল্পটিকে পরিমার্জনা করেন। নাম দেন ‘পলাতক তুফান’। ... বিজ্ঞানী জগদীশচন্দ্র এই গল্পে কল্পবিজ্ঞানের নিয়ম মেনে ‘সারফেস টেনশান’ বা ‘পৃষ্ঠটান’ তত্ত্বের প্রয়োগ করেছিলেন।”
ওই বইয়ে কল্পবিজ্ঞান সাহিত্যে পরবর্তী পর্যায়ের কথা বলতে গিয়ে অনীশ দেব ১৯৬৩ থেকে অদ্রীশ বর্ধন-এর সম্পাদনায় প্রকাশিত ‘আশ্চর্য!’ পত্রিকার কথায় এসেছেন। তার মাঝখানের এই সময়টাতে কিন্তু বাংলায় কল্পবিজ্ঞান সাহিত্য থেমে থাকেনি। সমকালীন বিজ্ঞানচর্চার নানা দিক ও জ্ঞানকে কাজে লাগিয়ে লেখা হয়েছে নানা রোমাঞ্চকর কাহিনি, এবং আরও অনেক কিছু। এই ধরনের রচনা যাঁদের হাতে একইসঙ্গে সুখপাঠ্য অথচ তথ্যানুগ হত তাঁদের অন্যতম হলেন প্রেমেন্দ্র মিত্র। ছোটোগল্প ও কবিতায় যুগান্তর আনা, ‘ঘনাদা’-র মতো চরিত্রসৃজন ও তার ‘টল টেলস্‌’-এর মাধ্যমে ইতিহাস থেকে বিজ্ঞানের নানা তথ্য পরিবেশন করা, এমনকি চলচ্চিত্র নির্মাণে আধুনিকতার প্রসারে নিজস্ব অবদানের সৌজন্যে প্রেমেন্দ্র মিত্র বাংলায় আক্ষরিক অর্থেই অবিস্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু কল্পবিজ্ঞানের জগতে তাঁর নিজস্ব অবদান পাঠকের সামনে আলোচ্য সংকলনটির মাধ্যমে সুমুদ্রিত আকারে ফিরিয়ে আনার জন্য দে’জ পাবলিশিং আমাদের কাছে ধন্যবাদার্হ হয়ে থাকবেন।
আমাদের সৌভাগ্য যে বইটির সম্পাদনা করেছেন প্রেমেন্দ্র সাহিত্যে বিশেষজ্ঞ এবং ডকুমেন্টেশনের ক্ষেত্রে অক্লান্ত কর্মী সুরজিৎ দাশগুপ্ত। মানুষটির সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের সুবাদে জানি, ঠিক কতটা পরিশ্রম করে তিনি এর আগে আনন্দ থেকে ‘ঘনাদা সমগ্র’ এবং আইনি দশচক্রে ভূতায়িত ‘পরাশর সমগ্র’ সম্পাদনা করেছিলেন। তাঁর সযত্ন শ্রমের চিহ্ন শুধু ‘সম্পাদকীয়’-তেই ধরা পড়েনি। মূল পাঠ উদ্ধার, প্রথম প্রকাশের সময় লেখায় প্রবিষ্ট অনিচ্ছাকৃত টাইপো-র পরিমার্জনা, গ্রন্থসূত্র প্রদান ইত্যাদির মাধ্যমে শ্রী দাশগুপ্ত যে বইটি আমাদের সামনে তুলে ধরেছেন, সেটি মডেল হিসেবে বিবেচনাযোগ্য।
ঠিক কী-কী লেখা আছে এই বইয়ে? সূচিপত্রটি তুলে দেওয়া যাক।
ছোটোগল্প
- কালাপানির অতলে
- দুঃস্বপ্নের দ্বীপ
- যুদ্ধ কেন থামল
- মানুষের প্রতিদ্বন্দ্বী
- হিমালয়ের চূড়ায়
- আকাশের আতঙ্ক
- অবিশ্বাস্য
- লাইট হাউসে
- পৃথিবীর শত্রু
- মহাকাশের অতিথি
- শমনের রং সাদা
এই গল্পগুলো অ্যাডভেঞ্চার, রহস্য ও রোমাঞ্চের আদর্শ ককটেল বললেও কম হয়। শুধু টানটান গল্প নয়, সেই সময়ে মানুষ বিজ্ঞানের প্রয়োগ তথা অপপ্রয়োগের যে দিকগুলো নিয়ে ভয় পেত, তার অনেকগুলোই ফুটে উঠেছে এই গল্পগুলোতে। বইটা নতুন করে পড়তে গিয়ে এটাই মনে হল যে এমন খাঁটি বাংলা কল্পবিজ্ঞান কাহিনির একটা ঘরানা থাকা সত্বেও সেটা পরে লোপ পেল কেন?
বড়োগল্প ও উপন্যাস
- পিঁপড়ে পুরাণ
- পাতালে পাঁচ বছর
- ময়দানবের দ্বীপ
- শুক্রে যারা গিয়েছিল
- মনুদ্বাদশ
- সূর্য যেখানে নীল
এই লেখাগুলোর মধ্যে ‘পিঁপড়ে পুরাণ’-কে হলিউডি ক্রিয়েচার ফিচার-এর সঙ্গে তুলনা করা গেলেও বাকি লেখাগুলো একদম আলাদা। সেগুলোতে যেমন আছে সাহস, উপস্থিত বুদ্ধি ও মানবিকতা সম্বল করে বাঙালি নায়ক বা নায়কদের অভিযানের কাহিনি, তেমনই আছে ‘মনুদ্বাদশ’-এর অবিশ্বাস্য পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক অথচ ১০০% দেশি ভুবন-নির্মাণ। আবারও সেই হাহাকারই মনে জাগে যে কেন এই ধারায় সাহিত্যচর্চা পরবর্তী প্রজন্মের সাহিত্যিকদের তথা প্রকাশকদের আকৃষ্ট করল না?
পরিশিষ্ট
ক. সবুজ মানুষ
খ. সাগর রহস্য
এই দুটো লেখার মধ্যে প্রথমটা, মানে ‘সবুজ মানুষ’ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রায় মিথোচিত সম্মান পায়। ‘বেতার জগৎ’ পত্রিকায় প্রকাশিত এবং আকাশবাণী-র সাহিত্য বাসরে সম্প্রসারিত এই লেখাটি আদতে সেই সময়ের চারজন কিংবদন্তি-প্রতিম লেখকের ‘চার-ইয়ারি’ প্রয়াস। এতে প্রেমেন্দ্র মিত্র-র সঙ্গে লিখেছিলেন অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী, এবং সত্যজিৎ রায়। পুরো লেখাটি এই বইয়ে স্থান পাওয়ায় আমাদের সুবিধা হল। সত্যজিতের ‘গল্প ১০১’-এ তাঁর লেখা অংশটি থাকলেও সৃষ্টিসুখ থেকে প্রকাশিত ‘দিলীপ রায়চৌধুরী রচনা সমগ্র’-তে দিলীপ রায়চৌধুরী-র লেখা অংশটা ছিল না। দ্বিতীয় লেখাটা সমুদ্রতল তথা সেখানকার বিচিত্র জীববৈচিত্র্য নিয়ে লেখা কিছু সুখপাঠ্য অথচ তথ্যনিষ্ঠ ফিচারের সমাহার। হয়তো কল্পবিজ্ঞান নয়, তবু এই মূল্যবান লেখাগুলো এই বইয়ে সংকলিত করে সম্পাদক ও প্রকাশক আমাদের সুবিধা করে দিলেন।
রঞ্জন দত্ত-কৃত প্রচ্ছদ ও অলংকরণ আকর্ষণীয় হলেও বইটিতে বেশ কিছু মুদ্রণ প্রমাদ আছে, যার একটি সূচিপত্রেই চক্ষুশূল হয়ে বিরাজমান। এছাড়া বইটা নিয়ে আমার একটিই কথা বলার আছে।
আপনি কল্পবিজ্ঞান অনুরাগী হোন বা না-হোন, যদি রোমাঞ্চকর কাহিনি বা অভিযান পড়তে ভালোবাসেন, তাহলে এই বইটি আপনার কাছে অবশ্যপাঠ্য।
শুভেচ্ছা রইল।
Profile Image for Avishek Bhattacharjee.
370 reviews78 followers
October 27, 2022
অনেক আগের লেখা দেখে মনে হল বড্ড পুরান কনসেপ্ট। ইনসেপসনের যুগে আসলে এরকম গল্প হজম করা মুস্কিল।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.