রহস্যের গোলকধাঁধা বড়দের তো বটেই, ছোটদেরকেও তীব্র আকর্ষণ করে। ছোটদের সেরা পত্রিকা আনন্দমেলা কিশোর-চিত্তজয়ী রহস্য গল্প প্রকাশ করেছে প্রচুর। ১৯৭৫ সালে আত্মপ্রকাশের পর থেকেই আনন্দমেলা-র পাতায় পাতায় অনবদ্য সব রহস্যকাহিনির ছড়াছড়ি। প্রতিভা বসু, হরিনারায়ণ চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, সমরেশ বসু, নলিনী দাশ থেকে শুরু করে একালের জনপ্রিয় সাহিত্যিকরা সবাই লিখেছেন এই পত্রিকার পাতায় তাঁর সেরা রহস্য গল্পটি। নতুন দিনের শক্তিমান সাহিত্যিকরাও কিশোর পাঠকের মন মাতিয়েছেন। সেইসব অসাধারণ সৃষ্টিসম্ভার থেকে কিছু গল্প নিয়ে প্রকাশিত হল ‘আনন্দমেলা রহস্য গল্পসংকলন’। নিঃসন্দেহে একটি রোমাঞ্চকর প্রকাশনা।
Paulami Sengupta is the editor of three magazines in India; Anandamela the 35 years old popular children's magazine published in Bengali from Kolkata, India; Unish Kuri the teen magazine of Eastern India, and Anandalok,a very popular magazine on Film Industry.