What do you think?
Rate this book


154 pages, Hardcover

"সাধারণত লোক দেখলে আমার বিতৃষ্ণা হয় না। কিন্তু মিস্টার সেনকে দেখে হল। উস্কোখুস্কো চুল ভর্তি বিশাল মাথা একটা ক্যাংলা শরীরের ওপর বসানো। গায়ে নোংরা সাদা সার্ট। ঘিয়ে রঙের কোটটা এমন কোঁচকানো যে মনে হয় দলামোচা করে কিছুক্ষণ আগে কেউ সেটার ওপর বসেছিল। প্যান্টের অবস্থাও তথৈবচ। আমেরিকায় আসছে লোকটা, কিন্তু জামাকাপড়ের ব্যাপারে এতটুকু হুঁশ নেই! গলার স্বরটাও অত্যন্ত ঘ্যানঘ্যানে, বিরক্তিকর। তারওপর কথার পিঠে 'স্যার' জোড়া। এয়ারপোর্ট থেকে পেরিয়ে সবে ভ্যানউইক এক্সপ্রেস ওয়েতে পড়েছি, মিস্টার সেন নিরবতা ভাঙলেন। মার্লবোরোর প্যাকেট খুলে একটা সিগারেট আমার নাকের সামনে নাচিয়ে জিজ্ঞেস করলেন, "চলবে স্যার?"
"আমি খাইনা।" সংক্ষিপ্ত জবাব দিলাম।
"ভালোই করেন স্যার, ভেরি ব্যাড হ্যাবিট। আমিও এবার ছাড়ব।" বলে সিগারেটটা ঠোঁটে লাগাতে যাচ্ছিলেন। কি ভেবে জানি নামিয়ে নিলেন।
"স্যার, আপনাকে একটা প্রশ্ন করি?"
"করুন।"
"সিগারেটের ধোঁয়া কি আপনাকে বদার করে?"
"ওয়েল, তা অবশ্য একটু করে।"
"তারমানে স্যার, আমি এখানে সিগারেট খেলে আপনি বদারড হবেন।"
"না, না, একটু আধটুতে কি আর অসুবিধা ,আপনি খান।"
"নো স্যার, আই ক্যান নট বদার ইউই। আচ্ছা, গাড়িটা কোথাও থামানো যায়না? আমি তাহলে টুক করে দুটো টান দিয়ে নিতে পারতুম।"
"না, এটা হাই ওয়ে। এমার্জেন্সি স্টপিং-এর জন্যে কোনও লেন না পাওয়া পর্যত থামার উপায় নেই।"
"আই সি"।
আমার খারাপ লাগলো। বললাম, "আপনি খান, এক-আধটা সিগারেটে কিছু এসে যায়না।"
"থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। এটা আবার সময় মত না খেলে সাইনাসটা ট্রাবল দেয়।"
লোকটা উন্মাদ নাকি! সাইনাসের সাথে ধূমপানের সম্পর্ক কি? মরুক গে যাক!"