রূপকথার গল্পের মতো কোনো কল্পনার জগতে যাবার প্রয়োজন নেই, একা হলে অথবা ঘরের বাতি নেভালেই ভূত এফএম-এ শোনা গল্পগুলো মাথায় এসে ভর করে।
তখন আর রক্ষা নেই। ভয় আপনাকে পেতেই হবে। বইয়ের পাতায় ছাপা কল্পনা থেকে লেখা গল্পের সাথে এই গল্পের দূরত্ব অনেক। এখানে সব গল্পই নিজের অথবা কাছের মানুষের। প্রতিটি গল্পকার আমাদেরই লোক।
বইটা আমাকে উপহার দিয়েছিলো আমার বন্ধু দোলন। আমি তখন ভুতএফ অনেক শুনতাম বিধায় আগ্রহ নিয়ে পড়েছিলাম। তবে গল্পগুলো মানের দিক দিয়ে কেমন তা বিচার করলে বায়াসড হয়ে যেতে পারি। কারণ আমি তখন বইয়ের থেকে রেডিও প্রোগ্রাম হিসেব করে বইটা পড়েছিলাম। তবে ভূতের গল্প হিসেবে নেহায়েতই ভালো বই। যে কোন বয়সীর লোক পড়ে দেখতে পারেন।
The book was given to me by my friend Dolon. I used to listen to Bhoot FM a lot then, so I read it with interest. But judging by the quality of the stories, we can become biased. Because I read the book by calculating the radio program from the book. But as a ghost story, it is a very good book. People of any age can read.