পাঁচ মুণ্ডীর আসর ভূত নেই অবিশ্বাস্য আমরা আছি মৃত্যুর পর রাতের প্রহরী ভূতচরিত অবাস্তব আবার ভূত আরণ্যক রাত্রি নিশীথে লাল নিশানা সুরের মায়া রূপে সে কুরূপা ভুতুড়ে কাণ্ড ভুতুড়ে রাত বনকুঠির রহস্য বেনেটির জঙ্গলে অমর-ধাম পিছনের জানলা বিনোদ ডাক্তার ভৌতিক প্রতিহিংসা অলৌকিক রাত গভীর
ভয়ে শিউরে ওঠার মত উপাদান এবং বিষয় বৈচিত্র্য কম থাকলেও গল্প উপভোগ করার ক্ষেত্রে তা বাধা হয়ে দাড়ায়নি। পুরানো দিনের লেখকদের লেখা পড়ার ক্ষেত্রে পাঠক হিসেবে এটা দারুন লাগে। এই বইয়ের গল্পগুলো পড়তে বেশ ভালো লেগেছে।