ধরুন আপনি কোনো এক শহরে পড়তে গিয়েছেন এমন এক জায়গায় যেখানে আপনার জন্ম থেকে এই অবধি যাওয়াই হয়ে ওঠেনি কিন্তু তারপরও আপনি ভোলবাজির মত সবকিছু চিনতে পারছেন সেই জায়গার এমনকি যে বাড়িতে কখনো পা ই রাখেননি সে বাড়ির আনাচেকানাচে কোথায় কি আছে বাড়ির লোকজনের ব্যাপারে দিব্য বলে দিচ্ছেন.এমতাবস্থায় লোকে আপনাকে কি ভাববে? পাক্কা কোনো ক্রিমিনাল যে সব খবরাখবর নিয়ে সাট করে এসেছে ক্ষতি করার জন্য নয়ত কোনো ঠগ জোচ্চোর কিংবা সে যদি হয় জাতিস্মর?তবে পুরো ব্যাপারটাই কেমন সিনেম্যাটিক লাগছে না?
যা দেখতে সিনেমায় ভালো বইয়ের পাতায় তা অনেক সময় একঘেয়েমি লাগে কিন্তু প্রফুল্ল রায়ের লেখনী এতটাই চমৎকার যে একফোঁটা ও ক্লান্তি আসবে না পড়তে.
বইটা চমৎকার হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় আর একটু বিস্তারিত লিখলে ভালো হত বলে মনে হচ্ছে.শুধুমাত্র এই একটু খানি খচখচানির জন্য
রেটিং :🌠🌠🌠.৮০