পুস্তক পরিচয় : The Girl Who Chose
লেখক : Devdutt Pattanayek
প্রকাশনা : Penguin Books Limited
কিছুদিন আগে The Girl Who Chose বইটি পড়লাম। রামায়ণের কাহিনীর উপরে ভিত্তি করে করে বইটি লেখা হয়েছে।
রামায়ণের কাহিনীতে রাবন বধ একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে এটাই কিন্তু সম্পূর্ণ কাহিনী নয়। বরং রামায়ণ হল সম্পূর্ণরূপে রাবন, রাম এবং সীতার কাহিনী।
রাবন এমন একজন মানুষ যিনি সমাজের কোনও নিয়ম মানতেন না, নিজের ইচ্ছামতো চলতেন। রাম সমাজের সবরকম নিয়ম মেনে চলতেন, কারণ তিনি ছিলেন সূর্য বংশের মানুষ। রাবনের নিষ্ঠুরতা এবং রামের বীরত্বের মধ্যে একজনের কথা বলতেই হয়, যিনি হলেন, অর্থাৎ The Girl Who Chose... অর্থাৎ এই বইতে সীতার কথা বলা হয়েছে যিনি তাঁর পছন্দগুলোকে গুরুত্ব দিয়েছিলেন।
প্রথম পছন্দ : রামের বসবাসের সময় রাম সীতাকে বলেছিলেন অযোধ্যাতে থেকে সকলের দেখাশোনা করতে এবং রামের জন্য অপেক্ষা করতে। কিন্তু তিনি রামের সঙ্গে বসবাসী হয়েছিলেন। এটি ছিল সীতার প্রথম পছন্দ।
দ্বিতীয় পছন্দ : লক্ষণ আশ্রম ছেড়ে যাওয়ার আগে সীতার চারদিকে একটি গন্ডি কেটে দিয়ে যান এবং ওই গন্ডির বাইরে সীতাকে বেরোতে নিষেধ করেন। কিন্তু সন্ন্যাসীর ছদ্মবেশ ধরে রাবন ভিক্ষা চাইতে এলে ভিক্ষা দেওয়ার জন্য সীতা ওই গন্ডির বাইরে বেরিয়ে যান। ফলস্বরূপ রাবন সীতাকে অপহরণ করে। এই গন্ডির বাইরে বেরোনো ছিল সীতার দ্বিতীয় পছন্দ।
তৃতীয় পছন্দ : লঙ্কাতে গিয়ে অনেক কষ্ট সহ্য করার পরে হনুমান অশোকবনে সীতার দেখা পেলেন। হনুমান সীতাকে বললেন উনি সীতাকে পিঠে নিয়ে সাগর পাড়ি দিয়ে রামের কাছে পৌঁছে যাবেন। কিন্তু সীতা এতে রাজি হলেন না, বরং বললেন রাম যেন যুদ্ধজয় করে সীতাকে এসে নিয়ে যায়।
তিনটি পছন্দ নিয়ে বললাম, এছাড়া ওনার আরও দুটি পছন্দ ছিল যেটা নিয়ে এখানে আলোচনা না করে পাঠকদের উপরেই সে ভার ছেড়ে দিলাম।
বইটি পড়ে যে উপলব্ধি হল তা হল আমাদের প্রত্যেকের মধ্যে রাম, রাবণ এবং সীতা যুগপৎরূপে অবস্থান করে... রাবন যে অন্য কারোর কথা চিন্তা না করে নিজের দিক ভাবে, রাম যে সকলের কথা চিন্তা করে কিন্তু নিজের কথা ভাবে না এবং সীতা যে নিজের পছন্দ অপছন্দ এবং অন্যের পছন্দ অপছন্দের মধ্যে অদ্ভুত সমতা রক্ষা করে চলে। বস্তুত এই ধরণের মানুষই হল আদর্শ মানুষ।
বইটি বাল্মীকি রামায়ণের সম্পূর্ণ অনুরূপ নয়। বাল্মীকি রামায়ণের সাথে আরও বিভিন্ন আঞ্চলিক রামায়ণের কাহিনীর উপর ভিত্তি করে বইটি লেখা হয়েছে। বইটি পড়ে আমার বেশ ভালোলাগলো। সকল পাঠক পাঠিকাদের বইটি পড়ার অনুরোধ জানালাম।