Prafulla Roy was a Bengali author, lived in West Bengal, India. He received Bankim Puraskar and Sahitya Akademi Award for his literary contribution in Bengali.
নাগাদের জাতীয় জীবনের প্রাথমিক ইতিহাস বর্ণাঢ্য। তাদের গোষ্ঠীতে-গোষ্ঠীতে, বংশে-বংশে সংঘাত, প্রতিহিংসা, নারী ও ভূমি আয়ত্ত করার প্রয়াস রোমাঞ্চকর।
ভারত সীমান্তে নাগা উপজাতির জীবনযাত্রা ভিত্তি করে এই উপন্যাস রচিত। নাগাভূমি। সংখ্যাতীত পাহাড়মালা, দুর্গম অরণ্য, নদী-জলপ্রপাত-ঝরণা-মালভূমি-উপত্যকা দিয়ে ঘেরা এই জায়গাটি সমতলের বাসিন্দাদের কাছে অপার বিস্ময়ের বস্তু হয়ে রয়েছে।
শ্বাপদ সংকুল এই জায়গাটিতে মানুষের জীবনযাত্রা কিরকম, তাদের সমাজ কোন নীতিতে চলে, তাদের সামাজিক আচার আচরণ এ-নিয়ে কৌতুহলের অন্ত নেই।
'পূর্ব পার্বতী' জাতিতত্ত্বের ইতিহাস নয়, নাগাদের কাম-লালসা-হিংসা, ন্যায়-অন্যায় বোধ এবং জীবনের দ্রুত পরিবর্তনকে কেন্দ্র করে ইতিহাসভিত্তিক উপন্যাস। নাগাদের অগণ্য গোষ্ঠীগুলির মধ্যে একটিকে বেছে নিয়ে তাদের অখণ্ড এবং সমগ্র জীবনবোধকে এই উপন্যাসে স্থান দেওয়া হয়েছে।
"পূর্ব পার্বতী" আমার পড়া প্রফুল্ল রায়ের প্রথম বই। বইয়ের বিষয় দেখে বইটা পড়া শুরু করি।কিন্তু বলা চলে হতাশ ই হলাম।৪৫০+ পেজের হিসাবে বইয়ের ভেতরে তেমন কোন তথ্য নেই যা আছে তা ১০০ পেজেই কভার করা যেত। লাস্টের দিকে লেখক শুধু পৃষ্ঠা বাড়ানোর জন্য অযথা লিখেই গেছে যা অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে
নাগাল্যান্ডবাসীদের নিয়ে অসাধারণ উপন্যাস লিখেছেন প্রফুল্ল রায়। তবে মনে হলো এর একটা দ্বিতীয় ভাগ থাকলে ভাল হত। বসন্ত লাল যে প্রটাগনিস্টকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করতে শুরু করলো এরপর কী হবে জানতে খুবই আগ্রহী ছিলাম। হায় , উপন্যাসটি হঠাৎ শেষ হয়ে গেল!