স্কিপ রিডিং করে, স্রেফ চোখ বুলিয়ে বুলিয়ে গেলাম। প্রতিটা বাগধারার নিচে ছোট্ট ব্যাখ্যা, অল্পের মধ্যেই বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু মনে হচ্ছিল একটা বই নয়, বইয়ের সিঙ্গেল চ্যাপ্টার পড়লাম মাত্র। বিষয়বস্তু নিয়ে বিস্তারিত তেমন রিসার্চ করেন নি লেখক, দায়সারা ভঙ্গি স্পষ্ট। শুধুমাত্র জলের ঢেউ ছুঁয়েছে বাতাস, সমুদ্র মন্থন করে তলদেশের অমৃত তুলে আনা হয় নি; অথচ সুযোগ ছিল অজস্র।
যাই হোক, কিঞ্চিৎ হতাশ। লাইট রিডিংয়ের জন্য উপযুক্ত হবে হয়ত।