জন্ম ২০ জনুয়ারি ১৯৬৫, নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রী স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মূলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্যিকতার প্রধান বৈশিষ্ট। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। পেয়েছেন বাংলা একাডেমিসহ দেশের প্রধান প্রায় সকল সাহিত্য পুরস্কার।
জাকির তালুকদারের সম্পাদনায় উত্তরআধুনিকতার কাউন্টার ডিসকোর্স হিশেবে এই লিখিত এই প্রবন্ধসংকলন।
সিরাজুল ইসলাম চৌধুরী,হাসান আজিজুল হক,যতীন সরকার, হায়দার আকবর খান রণো, এমএম আকাশের মতো মার্ক্সবাদী তাত্ত্বিকগণ লিখেছেন উত্তরআধুনিকতার অসারতা নিয়ে।
সব প্রাবন্ধিক একইসুরে কথা বলেছেন উত্তরআধুনিকতা নিয়ে। তাঁদের কাছে উত্তরআধুনিকতা মানে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ,কাঠামোবাদ, বিনির্মাণববাদ নামক ইজমের খোলসে নৈরাশ্যবাদ ছড়ায়।
জেরিদা,লাঁকা,ফুকোর উত্তরআধুনিকতাবাদ মানেই আলোচকদের মতে,নৈরাজ্যবাদের প্রেরণাদায়ী পুঁজিবাদের গর্ভে জন্ম নেয়া এক ভ্রান্ত মতবাদ।
সবার এককথা, উত্তরআধুনিকতা মার্ক্সবাদের সমতুল্য কোনোভাবেই নয়।এই মতবাদ কিছুই দিতে পারে না।
কিন্তু, মাক্সবাদের ধোঁয়া তুলে জন্ম নেয়া সোভিয়েটের ভাঙন, চীনের আশির দশকে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন কিংবা দিনকে দিন মার্ক্সবাদ যে ব্যাকফুটে চলে যাচ্ছে তা নিয়ে জ্ঞানীগুণীরা মুখই খুললেন না!