শিবরামের শেষ করা প্রথম কোন বই। শিবরামের রচনাসমগ্র প্রথম দেখি একটা ফেসবুক গ্রুপের বই বিক্রি পোস্টে। বইটা অর্ডার করে হাতে আসতে আসতে পিডিএফ নামিয়ে পড়া শুরু করি। ভারী চমৎকার লাগে। তবে পিডিএফ পরে কোনদিনই শান্তি পাইনি, তাই "সেই-বই" অ্যাপে খুজতেই দেখি বেশ কিছু বই আছে সেখানে, র্যানডমলি এটা কিনে পড়তে শুরু করি।
এটা যে অনুবাদ বা রুপান্তর তা একদমই জানতাম না। তবে অনুবাদ হলেও শিবরামের লেখার ছাপ স্পষ্ট। চমৎকার তার বাক্যগঠন আর শব্দের পিঠে শব্দ জুড়ে দেবার ক্ষমতা। মোট ৫টি গল্প নিয়ে ছোট কলেবরের এই বইটি, তার মধ্যে সবচেয়ে মজা পেয়েছি প্রথমটি, পরীর উপহার পড়ে।