Abdullah Al Muti Sharfuddin (Bengali: আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন) was a Bangladeshi educationist and popular science writer. He gained Kalinga Award of UNESCO in 1969.
প্রায় আড়াই যুগ আগে যে আধুনিক চিন্তা হাতে লিখে দিয়ে গেলেন তা এখনো মানানসই। মানানসই একারণে যে আমরা এখনো এগুতে পারি নি। আমাদের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, জীবনযাত্রার সামর্থ্য বদলেছে কিন্তু বুনিয়াদী বিজ্ঞানের গভীরে যাওয়ার গল্প এখনো তিমিরেই রয়ে গেছে। বিজ্ঞান আন্দোলন (বিজ্ঞান শব্দটা যখন আন্দোলন এর আগে বসে তখন এর চেয়ে অসাধারণ আর জাদুকরী মুভমেন্ট আর হয় না) এর সাথে দেশের উন্নতির যোগটা ঠিকই ধরানো হয়েছে।
তিনি যে 'এ যুগের বিজ্ঞান' বলে গেছেন তা এখনো সে যুগের বিজ্ঞান হয়ে যায়নি। দেশের প্রেক্ষাপটের সাথে এ যুগের বিজ্ঞানের সাজুয্য কী করে আমাদের সমস্যার সমাধানের পথ তৈরি করে দিতে পারে তাও চলে এসেছে। দরকার বিজ্ঞানী! বিজ্ঞানমনস্কতা ও বিজ্ঞানচর্চার। কাজগুলো খুবই সহজ যদি কেবল শুরু হয় অনেককে নিয়ে। জলবায়ু নিয়ে আমাদের এখন কতটা দৌড়ঝাপ সেটা কারো অবিদিত নয়। আবদুল্লাহ আল মুতী ঠিকই বইয়ে জলবায়ুর সংকটের গল্প জানিয়ে গেছেন। জানা হয়নি বাংলা বিজ্ঞান পাঠকদেরো।
যতটা না আমরা বলি বাংলায় বিজ্ঞান নেই— তার চেয়ে বলতে ইচ্ছে হয় আমাদের বিজ্ঞানের পাঠক নেই।