ভারতের ইতিহাসে সম্রাট আকবর এক স্থায়ী আসন লাভ করেছেন। তাঁর এই স্থায়িত্ব একাধারে একজন সাম্রাজ্য নির্মাতা, ধর্মীয় সহিষ্ণুতার সমর্থক এবং উদার ও নবধর্মী সাংস্কৃতিক ঐতিহ্যের স্রস্টা হিসাবে। আকবর ছিলেন ভারতের বাইরে থেকে আসা এমন একজন শাসক যিনি ভারতবর্ষকে শুধু নিজের দেশ হিসেবেই গ্রহণ করেন নি, ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যও নিজের করে নিয়েছেন। মহান আকবরের বেশকিছু ঐতিহাসিক কাহিনী এই গ্রন্থে গ্রন্থিত হয়েছে। সেইসঙ্গে রয়েছে তাঁর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন পর্যায়ের ঘটনাবলির বিশদ বিবরণ। আকবর মানুষ বা শাসক হিসেবে কেমন ছিলেন শুধু তাই নয়, তাঁর সময়কাল সম্পর্কেও একটা বাস্তবঘনিষ্ঠ চিত্র গ্রন্থটিতে পাওয়া যাবে। এ গ্রন্থে সংকলিত অংশগুলো প্রধানত নেওয়া হয়েছে মূল ফারসি গ্রন্থের ইংরেজি অনুবাদ থেকে।