তালেবানের মেয়ে পড়ি যখন ১৫বছর আমার। অন্য এক অনুভূতি! শিহরিত হই এখনো। একটি জাতি পরাধীন হওয়ার চেয়ে গাজী নয়তো শহীদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ;ব্যাপারটি কি খুব অন্যায়? সেই বয়সে দ্বিধান্বিত ছিলাম আমি, কিন্তু এখন নই! কেন?? দৈনিক পত্রিকার সাথে তখন খুব সম্পর্ক ছিল আমার! এই যে আমার মতো একজন ষোড়শীর মগজে শান্তিপূর্ণ জীবনের লোভ খুব সুন্দর ভাবে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল আমাদের দৈনিক পত্রিকাগুলি। কিন্তু এখন, খুব বুঝে গেছি, উহু মুসলমানের জন্য সমগ্র দুনিয়ার কোথাও শান্তির জীবন নেই! দিল্লীতে কি হচ্ছে? ইরাকে কী হয়েছিল? বার্মায় কী হলো? বাকী আছে কী আর? মার খেয়ে খেয়ে শুধু মরবই?? ভুল ছিল না সেই বই! যারা বলেছেন, বইটিতে কাঠিন্য শেখানো হয়েছে! সহজ তাহলে আর কী? মার খেয়ে খেয়ে মরা। বাহ, দারুণ তো, তুমি মার খেয়ে যাও সমস্যা কী তাতে, ইটের বদলে পাটকেলে সব দোষ!