বইটিতে মউদূদীর চিন্তাধারা স্পষ্ট। মউদূদীর বইগুলো পড়লে বুঝবেন অধ্যাপক গোলাম আযম ঠিক কতটাই মউদূদী দ্বারা প্রভাবিত। তবে রাষ্ট্র ক্ষমতার উত্থান পতনে আল্লাহর ভূমিকা বইটাতে দারুণ কিছু বিষয় তুলে আনা হয়েছে। ২৪ এর গণ অভ্যুত্থান আল্লাহ তায়ালার পক্ষ হতে একটা কৃপা মাত্র।
বইটা এতটাই ভালো লেগেছিল যে ফুল রেটিং না দিয়ে পারলাম না।