লেখকের মনযোগের বেশিরভাগটা গেছে (বোধহয়) অপ্রত্যাশিত বাঁক তৈরির দিকে; তাতে শেষ পর্যন্ত পাঠকের মনে স্থায়ী হবার মতো গল্প সৃষ্টি হয়নি। পড়তে খারাপ লাগবেনা গল্পগুলো আবার ভুলে যেতেও সময় লাগবেনা হয়তো।
বইটি দারুণ!! মূলত ছোটগল্প।পড়তে শুরু করলে একটার পর একটা গল্প পড়ে ফেলা যায় সীমাহীন বিস্ময় নিয়ে। এর মধ্যে 'ডাকঘর' এবং 'লাল সাইকেল' বেশ চমৎকার লেগেছে। কিন্তুু ৩/৪ টি গল্প একই ধাঁচের বলে মনে হয়েছে।