বইটা আমি ছোটবেলায় কিনেছিলাম, এই 5 নয়ত 6 এ পড়ি তখন। সেই তখন পড়েছিলাম আর এখন ১১ বছর পর আবার পড়লাম। তখন যেটুকুও বুঝিনি, এখন বুঝতে পারলাম। ভালো সুন্দর ভাবে লিখেছেন লেখক। ৫-৬ শ্রেণী বোধহয় একটু বেশীই ছোটো হয়ে যায় এই গল্প বোঝার জন্য। 7/8 হলে ঠিক হবে। ভালো লেগেছে পড়ে। ছোট বেলার স্মৃতি ফিরে পেয়েছি।