Nikolai(y) Nikolaevich Nosov (Russian: Николай Николаевич Носов,Николай Носов, Ukrainian: Микола Миколайович Носов; 23 November [O.S. 10 November] 1908, Kiev – 26 July 1976, Moscow) was a Soviet children's literature writer, the author of a number of humorous short stories, a school novel, and the popular trilogy of fairy tale novels about the adventures of Neznaika and his friends.
শরীরটা বেশি ভাল না, এরমাঝে চিলেকোঠার সেপাই পড়ছিলাম, তার আগে দ্যা টেস্টামেন্টস। অফিসেও ফেলে রাখা অনেক 'বাইক্কা কাজ' ছুটির আগে সাড়তে হবে। সব মিলিয়ে মনে হচ্ছে দাঁতে নিচে কাঁকড় পড়ার মত কিছু অপ্রয়োজনীয় চিন্তা গোল গোল মাথায় ঘুরছে, হয়তো পাগলই হয়ে যাচ্ছি :D । তাই হাওয়া বদলের জন্য বইটা পড়লাম। হাওয়া বদল কতদূর হলো জানি না, তবে দশ-বারো মিনিট সুখকর কাটলো, তাও বা কম কিসে!
আমাদের দেশের রাজনৈতিক নেতারা সম্ভবত এখন ইরা, মিশুৎকা, স্তাসিক দের মতো গুলবাজির খেলায় মেতে আছে। কার চেয়ে কে কতটা বড় গুল আমাদের হজম করাতে পারে সেই চেষ্টায় থাকে।
আমাদের এই সময়ে আর সোভিয়েত ইউনিয়নের বইগুলো আসে না, পাঠক হিসেবে এই এক আফসোস সব সময় থেকে যাবে মনে।
দেশের বাচ্চা কাচ্চারা সত্যিই এমন হয়ে উঠুক যে, কল্পনার রাজ্যে হবে অসীম কল্পনাপটু আর বাস্তবের দুনিয়ায় ভীষণ মানবিক।
ছোটবেলার কথা মনে করিয়ে দিল। ছোটবেলায় এইভাবে বন্ধুরা কত যে আজগুবি গুল মারতাম। সেগুলো তবে যে মিথ্যে কথা ছিল না, কারণ গুল মারতে যে কল্পনা শক্তি লাগে আর মিথ্যা বলার জন্য তার দরকার পড়ে না।
এই ছোট বইয়ে যে বড় ব্যাপারটা লুকিয়ে আছে তা হলো কল্পনা আর মিথ্যার পার্থক্য করা এবং কল্পনা করা যে মিথ্যার চেয়ে দুরূহ সেটা আলাদা করা। মিসুৎকা আর স্তাসিক যখন ইগোরকে কল্পনা করে গপ্প দিতে বলে তখন ইগোর তার মিথ্যা বলে ইরাকে ফাসানোর গল্পটা বলে দেয় আর ভাবে যে এটাই বোধহয় গপ্প। মিসুৎকা আর স্তাসিক সেখান থেকে উঠে চলে এসে ইরার সাথে তিনজনের আইসক্রিম ভাগাভাগি করে নেয়াতে এই গল্প শেষ হয়, এতো ছোট অংশে নিকোলাই অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা রেখেছেন শিশুদের জন্য।
আমাদের শিশুরা এরকম কল্পনাপ্রবণ, সহমর্মি ও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠুক।
রাশিয়ার বিভিন্ন লেখক এরকম ১৬-৩০ পৃষ্ঠার অনেকগুলো বই লিখেছেন। এমন কিছু ছোট বইয়ে বিভিন্ন লেখকেরা সহজ ভাষায় খুব সুন্দর গল্পে-গল্লে দারুণ নৈতিকতার কথা লিখেন। সাথে বিখ্যাত চিত্রশিল্পীদের আঁকা অসাধারণ কিছু ছবি কমবেশি সবগুলো বইতেই দেখা যায়। এ বইটিও তেমন একটি বই।